আধারের সঙ্গে ভোটার কার্ড লিংক না থাকলে দিতে পারবেন না ভোট? জেনে নিন জবাব
শ্বেতা মিত্র, কলকাতা: আপনার কাছেও কি আধার ও ভোটার কার্ড রয়েছে? এখনো অবধি লিংক করাননি? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। ভারতে বসবাসকারী মানুষের অন্যান্য দেশের মতো অনেক নথির প্রয়োজন হয়। এই নথিগুলি প্রতিদিন কোনও না কোনও কাজের জন্য প্রয়োজন হয়। বর্তমানে যে নাথিগুলি দরকার সেগুলো হল আধার, ভোটার, প্যান কার্ড, পাসপোর্ট, ইত্যাদি। তবে আজ এই আর্টিকেলে আলোচনা হবে আধার কার্ড ও ভোটার কার্ড নিয়ে।
ব্যাংকিং কাজের ক্ষেত্রে যেমন PAN কার্ড প্রয়োজন। তাই ভোট দেওয়ার জন্য ভোটার আইডি কার্ড আবশ্যক। কাগজপত্র ছাড়া এই কাজ করা সম্ভব নয়। সম্প্রতি, নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ডকে আধার কার্ডের সাথে সংযুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছে। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট রয়েছে। এহেন অবস্থায় প্রশ্ন উঠছে, যদি কারো ভোটার আইডি আধারের সাথে লিঙ্ক না থাকে, তাহলে কী সে ভোট দিতে পারবে না? জেনে নিন সবটা।
নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ডকে আধারের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছে। যাদের ভোটার আইডি আধারের সাথে লিঙ্ক করা নেই, ওই ব্যক্তিদের ভোটার আইডি বাতিল করা হবে। এদিকে, অনেকের মনেই এই প্রশ্ন আসছে যে ভোটার আইডি কি আধারের সাথে লিঙ্ক না করা থাকলে তাহলে উক্ত ব্যাক্তি কী ভোট দিতে পারবে না?
তাহলে জানিয়ে রাখি যে যদি কারো ভোটার আইডি বাতিল হয়ে যায়, তাহলে তার নাম ভোটার তালিকায়ও থাকবে না। ধরুন কারোর কাছে ভোটার আইডি না থাকলেও, যদি তার নাম ভোটার তালিকায় থাকে, তাহলে সে ভোট দিতে পারবে। এর জন্য ভোটার আইডি না থাকলে আয়রণ বা অন্য কোন পরিচয়পত্র ভোট কেন্দ্রের সঙ্গে নিতে হবে।
ভারতে এখনও এমন অনেক মানুষ আছে যাদের একাধিক ভোটার আইডি আছে। আর এই কারণেই অনেক সময়ে জাল ভোটও হয়। ভোটার আইডি আধারের সাথে লিঙ্ক করার পরে, জাল ভোটার আইডি অপসারণ করা যেতে পারে এবং একজন ব্যক্তির কেবল একটি ভোটার আইডি থাকবে।
বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ‘ভাগ্য বদলাতে সময় লাগে না।’ কথাটা শোনা শোনা ঠেকছে? এমন বহু প্রচলিত…
Huawei তাদের লেটেস্ট ফোল্ডেবল ফোন Pura X লঞ্চ করল। এটি অনন্য ডিজাইন সহ এসেছে। এই…
শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: ভারতে একসময়ে বিক্রি হওয়া Honda CBR150R নতুন অবতারে আত্মপ্রকাশ করল। নয়া মডেলটিতে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: নাইট শিবিরে প্রত্যাবর্তন হয়েছে অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane)। তবে অধিনায়ক হিসেবে গতকালই…
সুমন পাত্র, কলকাতা: অ্যামাজনে চলছে ইলেকট্রনিক্স প্রিমিয়ার লিগ সেল। এই সেলে জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন কম…
This website uses cookies.