আধারের সাথে লিঙ্ক না করলেই বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স! আসছে নয়া নিয়ম
পার্থ সারথি মান্না, কলকাতাঃ কাজের সূত্রে হোক বা অন্য যে কোনো কারণে প্রতিদিন গাড়ি চালাতে হয়? তাহলে সড়ক ও পরিবহন মন্ত্রক কিছু নতুন নিয়ম জারি করতে চলেছে, যা আপনার জেনে রাখা উচিত। গতকালই জানা গিয়েছিল চারচাকার ক্ষেত্রে থার্ড পার্টি ইন্সুরেন্স না থাকলে পেট্রোল, ডিজেল, CNG নাও দেওয়া হতে পারে। একইসাথে টোল ট্যাক্সে ফাস্ট ট্যাগও কাজ করবে না। এবার জানা যাচ্ছে ড্রাইভিং লাইসেন্সের সাথে আধার লিংক নিয়ে নয়া নিয়ম জারি হতে চলেছে।
যেমনটা জানা যাচ্ছে, ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা, ফোন নাম্বার ও অন্যান্য তথ্য আপডেট করা বাধ্যতামূলক করা হবে। এই তথ্য আধারের সাথে লিঙ্ক করা হবে। এর ফলে ফাইন হলেও সেটা না দিয়ে বেঁচে যাওয়া অপরাধীদের ধরাটা আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
সূত্রমতে, নয়া নিয়ম আনতে মোটর ভেহিকল আইনে সংশোধন আনা হবে। এক আধিকারিকের মতে, ‘একটা সিস্টেম থাকা উচিত যেটা অপরাধীদের ট্র্যাক করতে পারবে যারা নিয়ম লঙ্ঘন করে। বিশেষ করে এমন কিছু মানুষ আছেন যারা বারেবারে নিয়ম ভাঙেন, এতে রাস্তায় চলা বাকি মানুষের ক্ষতির সম্ভাবনা বাড়ে। তবে ফোন নাম্বার বদল করে নতুন ড্রাইভিং লাইসেন্স আবেদন করে অনেকেই ফাইন ও শাস্তির থেকে বেঁচে যাচ্ছেন। এটাই বন্ধ করতে নয়া নিয়ম আনার চিন্তা ভাবনা।
সম্প্রতি ইউনিয়ান সড়ক পরিবহন সেক্রেটারি ভি উমাশঙ্কর এক কনফারেন্স এই সমস্যার সম্পর্কে জানান। তাঁর মতে, প্রায় ১২,০০০ কোটি টাকারও বেশি ই চালান এখনও বয়ে রয়েছে। এর থেকেই বোঝা যায় যে সিস্টেমে ফাইন আদায় হচ্ছে সেটা সঠিক নেই। তাই ডেটাবেস পরিষ্কার করে নতুন করে পারফেক্ট সিস্টেম তৈরী করতে হবে।
বর্তমানে ড্রাইভিং লাইসেন্সের সমস্ত কাজ ‘সারথি’ পোর্টালের মাধ্যমে হয়। যেখানে ১৯৬০ সালেরও ডেটা বা ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এক্ষেত্রে শুরুর দিকে ইস্যু হওয়া বহু লাইসেন্সের ক্ষেত্রেই মোবাইল নাম্বার নেই, অনেকেই ঠিকানা বদল করেছেন। তাই এই ধরণের ড্রাইভিং লাইসেন্স হোল্ডারদের আধার অনুযায়ী ঠিকানা ও মোবাইল নাম্বার আপডেট বাধ্যতামূলক করা উচিত।
নতুন নিয়ম জারি হলে একদিকে যেমন বাকি থাকা ই-চালান পেমেন্ট হওয়ার চান্স বেড়ে যাবে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফাইন না দেওয়া হলে RC ও DL বাকি সার্ভিসের থেকে কাট অফ করে দেওয়া হবে। এর ফলে ইন্সুরেন্স বেড়ে যাবে, রেজিস্ট্রেশন বাতিল বা সাসপেন্ড হয়ে যেতে পারে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.