আধার কার্ডের সই ভেরিফিকেশন করবেন কীভাবে? এই অনলাইন পদ্ধতিটা জেনে নিন

দেশে আধার কার্ড এখন পরিচয় প্রমাণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নাগরিকের ব্যক্তিগত তথ্য, ছবি এবং ডিজিটাল স্বাক্ষর থাকে সেখানে। এই ডিজিটাল স্বাক্ষর আপনার আধারের সত্যতা যাচাই করে। কিন্তু, যদি আপনার আধার কার্ড ডিজিটালি স্বাক্ষরিত না থাকে, তখন কী করবেন? চিন্তা নেই, আপনি সহজেই অনলাইনে এর বৈধতা পরীক্ষা করতে পারবেন। এই প্রতিবেদনে সেই পদ্ধতি আলোচনা করা হল।

২০২৫ সালে এসে আধার কার্ডে স্বাক্ষর ভেরিফিকেশন করা কেন জরুরি?

ডিজিটাল স্বাক্ষর আধার কার্ডের বৈধতা নিশ্চিত করার একটি মাধ্যম হিসেবে কাজ করে। আধার কার্ডে স্বাক্ষর যাচাই না করলে, আপনার আধার কোনও সরকারি বা বেসরকারি নথিতে গ্রহণ করা হবে না। তাছাড়া এই যাচাইকরণ প্রক্রিয়া নিশ্চিত করে যে,‌ আপনার ই-আধারটি আসল এবং UIDAI দ্বারা জারি করা।

READ MORE:  Tata Capital Pankh Scholarship: সহজেই আবেদন, একাদশ-দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা পাবে ১০,০০০ টাকার স্কলারশিপ, জেনে নিন পদ্ধতি | Tata Capital Pankh Scholarship Program for Class 11 and 12 Students

অনলাইনে আধার কার্ডে স্বাক্ষর ভেরিফিকেশন করার পদ্ধতি?

প্রথমে, আপনার ই-আধার ডাউনলোড করুন।

তারপর UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।

সেখানে “ডাউনলোড আধার” অপশনে ক্লিক করুন।

আপনার আধার নম্বর লিখুন এবং ক্যাপচা পূরণ করুন।

এবার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি OTP পাবেন, সেটি লিখুন।

যাচাই হয়ে গেলে, আপনার ই-আধার PDF ফর্ম্যাটে ডাউনলোড হবে।

এবার Adobe Reader-এ PDF খুলুন

READ MORE:  IRCTC Profit: টিকিট দূর, শুধু জল বিক্রি করেই বাজিমাত! মাত্র ৩ মাসে কোটি কোটি টাকা আয় IRCTC-র | Indian Railway Catering And Tourism Corporation Income 96 Core From Selling Rail Neer

ডাউনলোড করা ই-আধার অ্যাক্সেস করতে Adobe Reader বা যেকোনও PDF রিডার ব্যবহার করুন।

যদি আপনার Adobe Reader না থাকে, তাহলে আপনি Adobe-এর অফিসিয়াল সাইট থেকে এটি ডাউনলোড করতে পারেন।

মনে রাখতে হবে, পিডিএফ খুলতে আপনার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। এটি আপনার নামের প্রথম চারটি অক্ষর (বড় হাতের অক্ষরে) এবং তারপরে আপনার জন্ম সাল দিয়ে তৈরি পাসওয়ার্ড।

READ MORE:  Home Loan: ২০, ৩০ ও ৫০ লক্ষের হোম লোনে এবার দিতে হবে এত টাকা কম EMI, দেখুন হিসেব | Reserve Bank Of India Repo Rate Home Loan

তারপর আধার পিডিএফ খোলা হয়ে গেলে, স্বাক্ষর বৈশিষ্ট্য বা বৈধতা অজানা লেখা একটি অপশন খুঁজুন।

এটিতে ডান-ক্লিক করুন এবং “স্বাক্ষর বৈশিষ্ট্য দেখান” সিলেক্ট করুন।

সার্টিফিকেট নিশ্চিত করার জন্য নতুন উইন্ডোতে, “সার্টিফিকেট দেখান” অপশনে ক্লিক করুন।

নিশ্চিত করুন যে সার্টিফিকেটটি “NIC Sub-CA, National Informatics Centre” দ্বারা জারি করা হয়েছে।

সার্টিফিকেটটি যাচাই করা হলে, আপনার আধার কার্ডের ডিজিটাল স্বাক্ষর যাচাই করা হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

Scroll to Top