লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

আধার কার্ডে নতুন মোবাইল নম্বর আপডেট করবেন কীভাবে? জেনে নিন অনলাইন ও অফলাইন পদ্ধতি

Published on:

অনেকেই এমন পরিস্থিতির সম্মুখীন হন যেখানে পুরানো মোবাইল নম্বরের মাধ্যমে আধার ওটিপি পাওয়া সম্ভব হয় না। উদাহরণস্বরূপ, মুকেশ যখন ১০ বছর বয়সে তার আধার কার্ড করিয়েছিল, তখন পরিবারের সকলের আধার বাবার মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা হয়েছিল। এখন, যখনই আধার-সংক্রান্ত কোনো কাজ করতে হয়, ওটিপি তার বাবার নম্বরে যায়। মুকেশের মতো অনেকেই এই সমস্যার সম্মুখীন হন এবং নতুন মোবাইল নম্বর যুক্ত করতে চান।

তবে প্রশ্ন হলো, ঘরে বসে অনলাইনে কি আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করা সম্ভব?
উত্তর হলো না। এটি সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া নয়। নম্বর পরিবর্তনের জন্য আপনাকে আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। চলুন, জেনে নেওয়া যাক এই প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন করা যায়।

READ MORE:  LPG Gas Cylinder: বড় সুখবর, মাত্র ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার পাবেন এই বিশেষ শ্রেণির মানুষরা

অফলাইনে আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করার পদ্ধতি

প্রথমে আপনার নিকটস্থ আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। আপনি [UIDAI ওয়েবসাইট]( থেকে নিকটতম কেন্দ্র খুঁজে নিতে পারেন।
সেন্টারে গিয়ে “আধার আপডেট/সংশোধন ফর্ম” সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করুন এবং নতুন মোবাইল নম্বর লিখুন।
ফর্মের সঙ্গে আপনার আধার কার্ড ও প্রয়োজনীয় পরিচয়পত্র (যেমন ভোটার আইডি, পাসপোর্ট) সংযুক্ত করুন।
আধার কেন্দ্রে বায়োমেট্রিক যাচাই (আঙুলের ছাপ ও আইরিস স্ক্যান) সম্পন্ন হবে।
মোবাইল নম্বর আপডেটের জন্য একটি নির্দিষ্ট ফি জমা দিতে হবে এবং একটি রসিদ পাবেন, যা প্রমাণ হিসেবে সংরক্ষণ করতে হবে।
সাধারণত ৩-৫ দিনের মধ্যে নতুন নম্বর আপডেট হয়ে যাবে।

READ MORE:  ট্রেনের টিকিটে বড় সুবিধা! ৪৭% ভর্তুকির কথা সংসদে জানালেন রেলমন্ত্রী

অনলাইনে আধার মোবাইল নম্বর আপডেটের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি

[UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে]( যান।
“Book an Appointment” অপশনে ক্লিক করুন।
আপনার **রাজ্য ও শহর নির্বাচন করুন এবং “Proceed to Book Appointment” এ ক্লিক করুন।
আধার নম্বর ও ক্যাপচা কোড দিয়ে Generate OTP অপশনে ক্লিক করে ওটিপি প্রবেশ করান।
ব্যক্তিগত তথ্য পূরণ করুন এবং “Mobile Number Update” অপশনে টিক দিন।
সুবিধামতো তারিখ ও সময় নির্বাচন করুন এবং অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করুন।
অ্যাপয়েন্টমেন্ট রসিদ ডাউনলোড করে নির্ধারিত তারিখে আধার কেন্দ্রে গিয়ে মোবাইল নম্বর আপডেট করান।

READ MORE:  আমাদের থেকে বেশি খুশি পাকিস্তান, নেপালের মানুষ! সুখী দেশের তালিকায় কত নম্বরে ভারত?

এই সহজ পদ্ধতিতে, আপনি আধার কার্ডে আপনার নতুন মোবাইল নম্বর যুক্ত করতে পারবেন এবং আধার-সংক্রান্ত যে কোনো পরিষেবা আরও সহজে গ্রহণ করতে পারবেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.