লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট বা পরিবর্তন করবেন কীভাবে? সহজ উপায় বলে দিল UIDAI

Updated on:

নানা কারণে মানুষের মোবাইল নম্বর পরিবর্তন হতে পারে। বিদ্যালয়ে বাচ্চাদের আধার রেকর্ডে সাধারণত তাদের বাবা-মায়ের মোবাইল নম্বর থাকে। কিন্তু ১৮ বছর বয়স হয়ে গেলে, তারা সাধারণত তাদের নিজস্ব ব্যক্তিগত মোবাইল নম্বর সংগ্রহ করে। ফলে আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাছাড়া অন্যান্য কারণও থাকতে পারে।

আধার রেকর্ডে মোবাইল নম্বর আপডেট করা গুরুত্বপূর্ণ এই কারণে, যে অনেক সরকারি পরিষেবার জন্য একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে কাজ করে আধার কার্ড। তাই আধার রেকর্ডে কীভাবে একটি নতুন মোবাইল নম্বর পরিবর্তন, আপডেট এবং যোগ করবেন তার সহজ পদ্ধতি আলোচনা করা হল।

READ MORE:  Jio Recharge Plan: মাত্র ৭৫ টাকায় জিওর সেরা প্ল্যান, ২৩ দিনের জন্য আনলিমিটেড কলিং ও ডেটা অফার

আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করার পদ্ধতি

এর জন্য প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।

সেখানে আপনার নিকটতম আধার নথিভুক্তিকরণ কেন্দ্রের নাম এবং ঠিকানা সার্চ করুন।

তারপর নিকটতম আধার নথিভুক্তিকরণ কেন্দ্রে গিয়ে আধার আপডেট/সংশোধন ফর্মটি পূরণ করুন।

ফর্মটিতে আপনার নতুন মোবাইল নম্বরটি লিখুন।

আপনার নতুন মোবাইল নম্বরটি সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করতে দু’বার পরীক্ষা করুন।

READ MORE:  Aadhar Supervisor Recruitment 2025: মাধ্যমিক পাসে আধার অফিসে চাকরি, হবে বিপুল নিয়োগ, জারি বিজ্ঞপ্তি | CSC Aadhaar Supervisor Recruitment 2025

এবার আপনার পূরণ করা ফর্মটি তালিকাভুক্তি কেন্দ্রে আধার অপারেটরের কাছে হস্তান্তর করুন।

সেখানে আধার অপারেটর আপনার বায়োমেট্রিক যাচাইকরণ করবে।

প্রক্রিয়া সম্পন্ন হলে আপনি আপনার আপডেট রিকোয়েস্ট নম্বর URN-সহ একটি রিসিপ্ট পাবেন।

ওই URN ব্যবহার করে আপনার আবেদনের স্থিতি ট্র্যাক করতে পারেন।

তবে অনলাইনে যারা আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করতে চাইছেন, তাদের এটি জেনে রাখা গুরুত্বপূর্ণ যে এই পরিষেবাটি অনলাইনে এখনও চালু হয়নি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Aadhaar Card Misuse: আপনার আধার কার্ড অন্য কেউ ব্যবহার করছে না তো? কীভাবে রিপোর্ট করবেন দেখে নিন | How to Check Aadhaar Card Misused Step by Step Guide

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.