আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট বা পরিবর্তন করবেন কীভাবে? সহজ উপায় বলে দিল UIDAI
নানা কারণে মানুষের মোবাইল নম্বর পরিবর্তন হতে পারে। বিদ্যালয়ে বাচ্চাদের আধার রেকর্ডে সাধারণত তাদের বাবা-মায়ের মোবাইল নম্বর থাকে। কিন্তু ১৮ বছর বয়স হয়ে গেলে, তারা সাধারণত তাদের নিজস্ব ব্যক্তিগত মোবাইল নম্বর সংগ্রহ করে। ফলে আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাছাড়া অন্যান্য কারণও থাকতে পারে।
আধার রেকর্ডে মোবাইল নম্বর আপডেট করা গুরুত্বপূর্ণ এই কারণে, যে অনেক সরকারি পরিষেবার জন্য একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে কাজ করে আধার কার্ড। তাই আধার রেকর্ডে কীভাবে একটি নতুন মোবাইল নম্বর পরিবর্তন, আপডেট এবং যোগ করবেন তার সহজ পদ্ধতি আলোচনা করা হল।
এর জন্য প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
সেখানে আপনার নিকটতম আধার নথিভুক্তিকরণ কেন্দ্রের নাম এবং ঠিকানা সার্চ করুন।
তারপর নিকটতম আধার নথিভুক্তিকরণ কেন্দ্রে গিয়ে আধার আপডেট/সংশোধন ফর্মটি পূরণ করুন।
ফর্মটিতে আপনার নতুন মোবাইল নম্বরটি লিখুন।
আপনার নতুন মোবাইল নম্বরটি সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করতে দু’বার পরীক্ষা করুন।
এবার আপনার পূরণ করা ফর্মটি তালিকাভুক্তি কেন্দ্রে আধার অপারেটরের কাছে হস্তান্তর করুন।
সেখানে আধার অপারেটর আপনার বায়োমেট্রিক যাচাইকরণ করবে।
প্রক্রিয়া সম্পন্ন হলে আপনি আপনার আপডেট রিকোয়েস্ট নম্বর URN-সহ একটি রিসিপ্ট পাবেন।
ওই URN ব্যবহার করে আপনার আবেদনের স্থিতি ট্র্যাক করতে পারেন।
তবে অনলাইনে যারা আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করতে চাইছেন, তাদের এটি জেনে রাখা গুরুত্বপূর্ণ যে এই পরিষেবাটি অনলাইনে এখনও চালু হয়নি।
সোশ্যাল মিডিয়া তারকা অঞ্জলি আরোরা সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে…
প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে দিন যেন ঘনিয়ে আসছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী বুধবার,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্স ও শাহরুখ খান (Shah Rukh Khan) নাম দুটো একে…
সৌভিক মুখার্জী, কলকাতা: নয়া মাস মানেই নয়া নিয়ম। আর 2025 এর 1 মে থেকে একাধিক…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের এ মরসুমের সবচেয়ে দামি ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer)…
সৌভিক মুখার্জী, কলকাতা: পাক-আফগান সীমান্তে (Pakistan Afghanistan Border) ফের উত্তেজনা। সূত্রের খবর, রবিবার এক রক্তক্ষয়ী…
This website uses cookies.