আধার লিংক অতীত! এবার রেশন কার্ডে চাল, গমের বদলে সরাসরি টাকা
সৌভিক মুখার্জী, কলকাতাঃ দেশের রেশন ব্যবস্থায় আসছে বড়সড় পরিবর্তন। কেন্দ্র সরকার ইতিমধ্যেই রেশন কার্ডের (Ration Card) সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করেছে। দুর্নীতি রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। তবে এবার আরও বড় সিদ্ধান্তের পথে হাঁটল কেন্দ্র সরকার। রেশন কার্ডের সঙ্গে এবার ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
গত ২৮শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে দেশের সমস্ত রাজ্যের খাদ্য সচিবরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার একটি প্রস্তাব দেওয়া হয়। যদিও এখনো চূড়ান্তভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে এই পরিবর্তন আনার জন্য রাজনৈতিক মহলে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে।
কেন্দ্র সরকার চাইছে রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করতে। আধার সংযুক্তিকরণের ফলে আগেই একাধিক রেশন কার্ডের অপব্যবহার কমে গেছে। সূত্র বলছে, এবার ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করলে রেশন অবস্থায় আরও স্বচ্ছতা আসবে। একই সঙ্গে ভবিষ্যতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নগদ ভর্তুকি দেওয়ার পরিকল্পনার পথে হাঁটছে কেন্দ্র সরকার।
রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করলে যে সুবিধাগুলি পাওয়া যেতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হল আসল উপভোক্তাকে শনাক্ত করা এখন অনেক সহজ হবে। তাছাড়া একই ব্যক্তি একাধিক জায়গা থেকে রেশন তুলতে পারবে না। তাছাড়া যদি সরকার নগদ ভর্তুকি চালু করে, তাহলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকি দেওয়া হবে। পাশাপাশি রেশন ব্যবস্থার অপব্যবহারও কমবে। তবে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সাধারণ মানুষের উপর কি প্রভাব পড়বে, তা সময় আসলে বলা যাবে।
অনেকেই হয়তো ভাবছেন, রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করা হলে আর কি রেশন সামগ্রী দেওয়া হবে না? চাল গমের বদলে কি সরাসরি টাকা পাঠানো হবে? তবে জানিয়ে রাখি, এখনো সরকার এই বিষয়ে চূড়ান্ত কোন ঘোষণা করেনি। তবে বিশেষজ্ঞরা মনে করছে, যদি নগদ ভর্তুকির ব্যবস্থা চালু করা হয়, তাহলে রাজ্য সরকারগুলিকেও নতুন নিয়মের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।
নতুন এই পরিবর্তন নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি সুবিধা পেলে রেশন ব্যবস্থায় দুর্নীতি কমবে এবং রেশন পাওয়া সহজ হবে। তবে অনেকে এটা ভেবে ভয় পাচ্ছে, যে নগদ টাকা দেওয়া হলে চাল গমের বাজার দর বেড়ে যেতে পারে এবং গরিব মানুষ সমস্যার সম্মুখীন হতে পারে। তবে এই পরিবর্তন মানুষের জন্য কতটা লাভজনক হবে, তা নির্ভর করবে সরকারের চূড়ান্ত ঘোষণার পর। আপাতত সবাই নজর রাখছে পরবর্তী ঘোষণার থেকে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
This website uses cookies.