আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড সহ আসছে Oppo F29 ও Oppo F29 Pro, লঞ্চের আগে সমস্ত স্পেসিফিকেশন ফাঁস

Oppo আগামী ২০ মার্চ ভারতে F29 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে দুটি নতুন ফোন বাজারে আসবে – Oppo F29 এবং Oppo F29 Pro। তবে লঞ্চের আগে আজ মাই স্মার্ট প্রাইস তাদের প্রতিবেদনে এই দুই ডিভাইসের অফিসিয়াল স্পেসিফিকেশন ফাঁস করেছে। রিপোর্ট অনুসারে, এই ফোনগুলিতে ৬৫০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি এবং ৮০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বেশ কয়েকটি চিত্তাকর্ষক ফিচার থাকবে। এছাড়া, এই ডিভাইসগুলিতে আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড এবং হান্টার অ্যান্টেনা আর্কিটেকচারও পাওয়া যাবে। চলুন আর কি কি Oppo F29 সিরিজ সম্পর্কে সামনে এসেছে জেনে নেওয়া যাক।

READ MORE:  আজই শেষ রিপাবলিক ডে সেল, সেরা ক্যামেরার Oppo Find X8 Pro পুরো ৯৯৯৯ টাকা‌ ডিসকাউন্টে কিনুন

Oppo F29 সিরিজের ফিচার এবং স্পেসিফিকেশন

ওপ্পো এফ২৯ প্রো ফোনে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি চিপসেট ব্যবহার করা হবে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ডিভাইসে থাকবে ৩৬০ ডিগ্রি ড্যামেজ-প্রুফ আর্মার্ড বডি। এটি IP66, IP68 এবং IP69 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং সহ আসবে। এছাড়াও এআই লিংকবুস্ট ফিচার পাওয়া যাবে এই ফোনে।

READ MORE:  দূরের ছবি উঠবে স্পষ্ট, ফাটাফাটি ক্যামেরা পাওয়া যাবে Nothing Phone 3a সিরিজে

ওপ্পো এফ২৯ এর কথা বললে, ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে আসবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট দেওয়া হবে। এই ফোনেও IP66, IP68 এবং IP69 রেটিং থাকবে। এর সাথেও এআই লিংকবুস্ট ফিচার অফার করা হবে। এই হ্যান্ডসেটে ৬৫০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে যা ৪৫ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট করবে। সঙ্গে থাকবে আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড। রঙের দিক থেকে, ওপ্পো এফ২৯ সলিড পার্পল এবং গ্লেসিয়ার ব্লু কালারে পাওয়া যাবে। এদিকে ওপ্পো এফ২৯ প্রো মার্বেল হোয়াইট এবং গ্রানাইট ব্ল্যাক কালারে আসবে।

READ MORE:  Redmi Note 14 5G Discounts: হোলির আগে সুখবর, রেডমির জনপ্রিয় স্মার্টফোনের দাম 2,000 টাকা দাম কমল | Xiaomi Holi Sale

Oppo F29 সিরিজে পাওয়া যাবে শক্তিশালী কানেক্টিভিটি

নতুন সিরিজে কানেক্টিভিটির জন্য হান্টার অ্যান্টেনা আর্কিটেকচার দেওয়া হবে। এটি ৩০০% পর্যন্ত ভালো সিগন্যাল স্ট্রেনথ অফার করবে। জানা গেছে এফ২৯ এবং এফ২৯ প্রো স্মার্টফোন সিগন্যাল পেনিট্রেশন এবং নির্ভরযোগ্যতার জন্য একটি নতুন মানদণ্ড স্থাপন করবে।

Scroll to Top