লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

আপনার কাছে এখনও ২০০০ টাকার নোট থাকলে কী করবেন? সময় থাকতে দেখুন

Published on:

২০১৬ সালের নোট বন্দির সময় চালু হওয়া নতুন ২০০০ টাকার নোট ২০২৩ সালের ১৯শে মে বাতিল করে দেওয়া হয়। যদিও এই নোট এখনো বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃত। তবে ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে, লেনদেনের জন্য এটি ধীরে ধীরে বাজার থেকে সরিয়ে ফেলা হচ্ছে।

কেন তুলে নেওয়া হচ্ছে ২০০০ টাকার নোট?

ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে, বাজারে নগদের সহজলভ্যতা করতে ২০১৬ সালে এই নোট চালু করা হয়েছিল। কিন্তু ধীরে ধীরে লেনদেনের চাহিদা কমে যায়। তাছাড়া ৫০০ টাকা এবং ২০০ টাকার নোট চালু হওয়ার পর থেকে সেই নোট বেশি পরিমাণে ব্যবহৃত হয়। তাই ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

READ MORE:  চাকরি বহাল থাকবে ২০২৫ পর্যন্ত! সুপ্রিম কোর্টের রায়ে ভাগ্য ঘুরে গেল প্রাইমারি শিক্ষকদের

কত শতাংশ নোট ফেরত এসেছে?

ভারতীয় রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৯শে মে বাজারে ৩.৫৬ লক্ষ কোটি টাকা ২০০০ টাকার নোট প্রচলিত ছিল। এর মধ্যে ২০২৫ সালের ৩১ শে জানুয়ারি পর্যন্ত ৯৮.১৫ শতাংশ নোট ইতিমধ্যেই ব্যাংকে ফিরে গেছে। তবে এখনো সাধারণ মানুষের কাছে ৬৫৭৭ কোটি টাকার ২০০০ টাকার নোট রয়েছে।

এখন কী করবেন? 

যাদের কাছে এখনো ২০০০ টাকার নোট রয়ে গেছে তারা ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দেশ মানতে পারেন। সেগুলি হল-

  • ভারতীয় রিজার্ভ ব্যাংকের ১৯ টি ইস্যু অফিসে সরাসরি গিয়ে ২০০০ টাকার নোট জমা দিয়ে সমপরিমাণ টাকা নিতে পারেন।
  • পোস্ট অফিসে গিয়েও এই নোট জমা দেওয়া সম্ভব। সেক্ষেত্রে পোস্ট অফিস নোটগুলি ভারতে রিজার্ভ ব্যাংকে পাঠাবে এবং টাকা আপনার ব্যাঙ্ক একাউন্টে দেওয়া হবে। 
  • মনে রাখবেন, ২০০০ টাকার নোট এখনো বৈধ। তাই এটিতে লেনদেন করা যাবে। 
READ MORE:  আধার কার্ড থাকলে এই কাজ এখনই করুন, নাহলে বন্ধ হয়ে যাবে আপনার আধার

কেন নোট বদলানো উচিত?

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে ২০০০ টাকার নোট নিয়ে কোন নতুন সিদ্ধান্ত আসলে সমস্যার সম্মুখীন হতে পারে। তাই এখনই নোট বদলে ফেলা উচিত। 

২০২৩ সালের ৭ই অক্টোবর পর্যন্ত ব্যাংক থেকে নোট বদলানো সম্ভব ছিল। তবে এখন আরবিআই এর ইস্যু অফিস এবং পোস্ট অফিসের মাধ্যমেই একমাত্র ২০০০ টাকার নোট বদলানো যাবে।

READ MORE:  7th Pay Commission: রামনবমীর আগেই আরও এক দফায় DA, পেনশন বৃদ্ধি করবে সরকার? বড় আপডেট | May State Government Hike Dearness Allowance And Pension In April

কীভাবে নোট চিহ্নিত করবেন?

২০০০ টাকার নোট চেনার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। সেগুলি হল-

  • নোটের বাঁদিকে দেবনগরী হরফে ২০০০ লেখা থাকবে।
  • মাঝখানে মহাত্মা গান্ধীর স্পষ্ট ছবি থাকবে। 
  • মাইক্রো অক্ষরে লেখা থাকবে ‘RBI’, ‘Bharat’, ‘India’ এবং ‘2000’।
  • ডানদিকে অশোক স্তম্ভের প্রতীক থাকবে।

২০০০ টাকার নোট এখনো বৈধ মুদ্রা হলেও ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দেশ মেনে দ্রুত নোট বদলে নেওয়া ভালো। এর মাধ্যমে ভবিষ্যতে কোনো রকম অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা এড়ানো যাবে। তাই যাদের কাছে এই নোট রয়েছে তারা যত তাড়াতাড়ি সম্ভব বদলে ফেলুন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.