লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

আপনার কাছে Samsung এর এই ফোনগুলি আছে? আপডেট নিয়ে জরুরি ঘোষণা অবশ্যই জানুন

Updated on:

Samsung Galaxy সিরিজের নির্দিষ্ট কিছু মডেলের জন্য সিকিউরিটি আপডেট নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে কোম্পানি। বর্তমানে, একাধিক অ্যান্ড্রয়েড ফোনে লম্বা মেয়াদের সিকিউরিটি আপডেট দিয়ে থাকে। তবে আপনি যদি Galaxy S21 সিরিজ ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য জরুরি ঘোষণা। এদিন, কোম্পানি জানিয়েছে Samsung Galaxy S21, S21 Plus এবং S21 Ultra মডেলে মাসিক ভিত্তিতে সিকিউরিটি আপডেট আর পাওয়া যাবে না।

READ MORE:  এই Samsung ফোন ব্যবহারকারীদের মাথায় বাজ, অ্যান্ড্রয়েড ১৫ হতে যাচ্ছে শেষ আপডেট | Samsung Galaxy Smartphone Get Last Android 15 Update

কোম্পানি জানিয়েছে, যারা বর্তমানে এই সিরিজের স্মার্টফোন ব্যবহার করছেন তারা ত্রৈমাসিক ভিত্তিতে অর্থাৎ তিন মাস অন্তর সিকিউরিটি আপডেট পাবেন। এই তথ্যটি নিশ্চিত করেছে Samsung Mobile Security ওয়েবসাইট। উল্লেখ্য, ২০২১ সালে লঞ্চ হয়েছিল Galaxy S21 সিরিজ। এই পদক্ষেপ একটি ইঙ্গিত হতে পারে যে পুরনো গ্যালাক্সি মডেলগুলির প্রতি মনোযোগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং।

এর আগে সাত বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কোম্পানি। কিন্তু, মাস থেকে তিন মাস অন্তর এই আপডেট করে দেওয়ার ফলে ব্যবহারকারীরা প্রভাবিত হতে পারেন। কারণ ব্যবহারকারীরা প্রতি মাস অন্তর আপডেটে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। সুতরাং, এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে তাদের সময় লাগবে।

READ MORE:  iQOO Z9s Pro Price: সেল ছাড়াই Sony ক্যামেরা ফোনে ৭০০০ টাকা ডিসকাউন্ট, iQOO Z9s Pro বিরাট সস্তায় নিজের করুন | iQOO Z9s Pro 5G 50 Megapixel Sony Camera

এখন প্রশ্ন উঠছে, Galaxy S21 সিরিজ কি তাহলে আসন্ন সিকিউরিটি ও OS আপডেট, বিশেষ করে OneUI7 আপডেটের জন্য যোগ্য হবে? যদিও এই বিষয়ে স্পষ্ট উত্তর এখনও পাওয়া যায়নি। প্রসঙ্গত, সম্প্রতি লঞ্চ হয়েছে Galaxy S25 সিরিজ। যেখানে সাত বছর OS ও সিকিউরিটি আপডেট দেওয়ার দাবি করেছে স্যামসাং। দেশে এই ফোনের বিক্রি শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে। এক্ষেত্রে যারা S21 সিরিজ ব্যবহার করছেন, তারা নিশ্চয়তার জন্য নতুন ডিভাইসে আপগ্রেড করতে পারেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Smartphone Under 7000: ৭০০০ টাকার কমে ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Poco, Samsung এবং Motorola স্মার্টফোন | 50 Megapixel Camera Smartphone Under 7000

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.