আপনার ভালোবাসার মানুষটা আপনাকে কতটা ভালোবাসে জানতে চান? তাহলে তাকে এই তিনটি প্রশ্ন করুন

  • আপনি কি কাউকে ভালবাসেন ?
  • আপনি কি জানতে চাইছেন আপনার ভালোবাসার মানুষটা আপনাকে কতটা ভালোবাসে ?

উপরোক্ত প্রশ্নগুলি উত্তর যদি আপনার হ্যাঁ হয়, তাহলে পোষ্টটি আপনার জন্য।

আপনার ভালোবাসার মানুষটা আপনাকে কতটা ভালোবাসে ? তা জানতে চাইলে আপনার ভালোবাসার মানুষটাকে আপনি নিচের প্রশ্ন তিনটি করুন।  

১. তুমি আমাকে কেন ভালোবাসো ?

আপনি যখন আপনার ভালোবাসার মানুষটাকে এই প্রশ্নটি করবেন, তখনি তার প্রশ্নের উত্তরে বলে দেবে সে আপনাকে কতটা ভালোবাসে।

এই প্রশ্নের সঠিক উত্তর হওয়া উচিত, আমি জানি না, আমি তোমাকে কেন ও কতটা ভালোবাসি।

কিন্তু অনেকে এমন উত্তর দিতে পারে, যে তুমি অনেক স্মার্ট বা তুমি অনেক সুন্দর, তোমার মনটা অনেক ভালো, তুমি অনেক ভালো তাই আমি তোমাকে ভালোবাসি।

আপনি একটু গভীরভাবে চিন্তা করুন, যদি আপনাকে ভালোবাসার কারন এইগুলো হয়ে থাকে, তাহলে কিছুদিন পর আপনি যদি সুন্দর না থাকেন বা আপনার মনকে যদি না ভালো লাগে , তাই ভালোবাসাতে যদি কোনো কারন থাকে, তাহলে সেই কারন শেষ হয়ে যাওয়ার পরেই , আপনার প্রতি তার ভালোবাসাও শেষ হয়ে যাবে।

READ MORE:  ইন্টারনেট দুনিয়ায় বিপ্লব আনছে এলন মাস্ক! ভারতে চালু হচ্চে স্টারলিঙ্ক, খরচ কেমন হবে?

আর যে আপনাকে প্রকৃত ভালোবাসবে সে কোনো কারন ছাড়াই নিঃস্বার্থভাবে ভালবাসবে।

এই প্রশ্নের উত্তরে সে যদি বলে আমি তোমাকে কেন ভালোবাসি জানি না। তাহলে আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে প্রকৃতই ভালোবাসে।  

. তোমার পরিবার তোমার বিয়ে যদি অন্য কারোর সাথে দিতে চাই তখন তুমি কি করবে ?

এই প্রশ্নের সঠিক উত্তর হওয়া উচিত, এতটা ক্ষমতা কারোর নেই, যে কেউ আমার কাছ থেকে তোমাকে আলাদা করতে পারবে।

READ MORE:  Business Idea: চাকরির চিন্তা ছেড়ে শুরু করুন সবথেকে লাভদায়ক ব্যবসা, অল্পদিনেই হবে ভূরি ভূরি আয় | Start Ice Business

সাইকোলজি মতে, আপনার ভালোবাসার বিয়ে তার পরিবার থেকে অন্য জায়গায় ঠিক করতে বা তাকে বাধ্য করতে পারে বা তাকে ইমোসনালি ব্ল্যাকমিল করতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে।

কিন্তু আপনার ভালোবাসার মানুষটা যখন বলে, এতটা ক্ষমতা কারোর নেই, যে কেউ আমার কাছ থেকে তোমাকে আলাদা করতে পারবে। এতে বুঝতে পারবেন যে আপনার ভালোবাসার মানুষটাই আপনাকে প্রকৃত ভালোবাসে।

. যদি তোমার কাছে জীবনের শেষ 24 ঘন্টা থাকে, তাহলে তুমি আমার সাথে কি করতে চাও ?

এই প্রশ্নের সঠিক উত্তর হওয়া উচিত, তোমার কোলে বা কাঁধে মাথা রেখে আমি আমার শেষ জীবনের নিঃস্বাস ত্যাগ করতে চাই।

এমন প্রশ্ন করবে না যে জীবনের শেষ 24 ঘন্টা তুমি কি করতে চাও, তাকে প্রশ্ন করবে যে জীবনের শেষ 24 ঘন্টা তুমি আমার সাথে কি করতে চাও ?

READ MORE:  BOI Apprentice Recruitment 2025: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রচুর নিয়োগ, স্নাতক হলেই চাকরি | Bank Of India Recruitment

এখানে অনেকেই উত্তর দেবে, আমি তোমাকে খুব ভালবাসতে চাই, প্রতিটা সেকেন্ড আমি তোমার সাথে কাটাতে চাই, তোমাকে কিসস করতে চাই, তোমাকে অনেক আদর করতে চাই।

কিন্তু আপনাকে যে বেশি ভালোবাসবে সে বলবে তোমার কোলে বা কাঁধে মাথা রেখে আমি আমার শেষ জীবনের নিঃস্বাস ত্যাগ করতে চাই।

এটাই প্রমান করে আপনার ভালোবাসার মানুষটা আপনাকে কতটা ভালোবাসে।

  • পোষ্টটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশিবেশি করে শেয়ার করুন।
  • যদি আপনি আপনার ভালোবাসার মানুষটাকে এই তিনটি প্রশ্ন করতে চান তাহলে আপনার ভালোবাসার মানুষটার দেওয়ার উত্তর আমার দেওয়া উত্তরের সাথে মিলে গেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
Scroll to Top