আপনার মেয়ের ভবিষ্যৎ সুনিশ্চিত করবে LIC, মাত্র ৩,০০০ টাকার প্রিমিয়ামে ২২ লাখ টাকা পাবেন, জানুন বিস্তারিত
বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি মুদ্রাস্ফীতির কারণে অনেকটাই উদ্বেগজনক। অভিভাবকরা তাঁদের সন্তানদের লেখাপড়া থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সব ক্ষেত্রেই সঞ্চয় ও বিনিয়োগের পরিকল্পনা করছেন। এর মধ্যে, ভারত সরকারের বৃহত্তম জীবন বীমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) কন্যাদের জন্য একটি বিশেষ নীতি পরিকল্পনা উপস্থাপন করেছে, যা অভিভাবকদের জানা জরুরি। নতুন এই স্কিম সমন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
LIC কন্যাদান নীতি কি?
এলআইসি কন্যাদান নীতি মূলত মেয়াদী বীমার একটি পরিকল্পনা, যা ১৩ থেকে ২৫ বছরের মেয়াদে উপলব্ধ। এই পলিসির আওতায়, অভিভাবকরা তাদের কন্যার জন্য ২২.৫ লক্ষ টাকার একটি তহবিল গঠন করতে পারেন। বিনিয়োগের জন্য সুবিধাজনক মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক প্রিমিয়াম পেমেন্টের বিকল্প রয়েছে। এই পলিসিতে বিনিয়োগ করার পর মেয়াদপূর্তির সময় নিশ্চিত পরিমাণ, বোনাস এবং চূড়ান্ত বোনাসসহ মোট পরিমাণ পাওয়া যায়। এলআইসি কন্যাদান পলিসিতে বিনিয়োগকারী শুধুমাত্র ৩ বছরের পর থেকে ঋণ সুবিধা লাভ করেন। এটি সঞ্চয়ের সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ দিক।
পলিসির প্রিমিয়াম পরিশোধের ক্ষেত্রে গ্রেস পিরিয়ডের সুবিধাও রয়েছে। যদি কোনও মাসে প্রিমিয়াম না দেওয়া হয়, তাহলে বিনিয়োগকারী পরবর্তী ৩০ দিনের মধ্যে লেট ফি ছাড়াই প্রিমিয়াম দিতে পারেন। এছাড়া, ৮০C ধারার অধীনে ট্যাক্স সুবিধা এবং ১০ডি ধারার অধীনে ম্যাচুরিটি পরিমাণের উপর ট্যাক্স সুবিধাও পাওয়া যায়। আপনাদের জানিয়ে রাখি, যদি কেউ ২৫ বছরের জন্য এলআইসি কন্যাদান পলিসিতে বিনিয়োগ করেন, তাহলে বছরে ৪১,৩৬৭ টাকা এবং প্রতি মাসে প্রায় ৩,৪৪৭ টাকা প্রিমিয়াম দিতে হবে। এর মাধ্যমে ২৫ বছর পর ২২.৫ লক্ষ টাকা লাভ করা সম্ভব। এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনা সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিশেষ সহায়ক।
এছাড়া পলিসি চলাকালীন যদি বিনিয়োগকারী মারা যান, তাহলে সন্তানের জন্য প্রিমিয়াম দেওয়া থেকে অব্যাহতি মিলবে। এই অবস্থায় মেয়েটি প্রতি বছর ১ লক্ষ টাকা পাবে এবং মেয়াদপূর্তির পর নিশ্চিত পরিমাণ পাবে। দুর্ঘটনা ঘটলে ১০ লক্ষ টাকার দুর্ঘটনাজনিত মৃত্যু সুবিধাও উপলব্ধ রয়েছে।বর্তমান অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতিতে এলআইসি কন্যাদান নীতি একটি অত্যন্ত কার্যকরী পরিকল্পনা। এটি শুধুমাত্র কন্যাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সাহায্য করে না, বরং অভিভাবকদের জন্য একটি নির্ভরযোগ্য সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যম হিসেবে কাজ করে।
এখানে আমরা ১০ হাজার টাকার কমে দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হওয়া ডিভাইসগুলি সম্পর্কে বলবো। এই…
Samsung Galaxy M16 5G ফোনটি ১২ হাজার টাকার কমে বাড়ি নিয়ে যাওয়া যাবে। সুমন পাত্র,…
মোটোরোলা এজ ৬০ ফিউশন ৫জি আগামী ২ এপ্রিল ভারতে লঞ্চ হবে। এই দিন দুপুর ১২…
জিও ইলেকট্রিক সাইকেল ই-ভেহিকল জগতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে! যারা কম দামে অসাধারণ রেঞ্জ ও…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৬শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) আপনার জন্য কী নিয়ে…
boAt Storm Infinity এর দাম ১,২৯৯ টাকা রাখা হয়েছে এবং নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ১০০…
This website uses cookies.