আবারও ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৭ জেলায় চলবে আজ তাণ্ডব
বাংলার আকাশে আবারও ধেয়ে আসছে প্রাকৃতিক বিপর্যয় (Weather News)। হ্যাঁ, গতকাল অর্থাৎ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা দেখা গিয়েছে। আর এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সাতটি জেলায় প্রবল ঝড়-বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে থাকছে ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।
আজ সোমবার যে সাতটি জেলায় সবথেকে বেশি প্রভাব পড়বে সেগুলি হল- উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদীয়া এবং মুর্শিদাবাদ। আর এই জেলাগুলিতে আজ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ ঝড়বৃষ্টির পর পরিস্থিতি একেবারে বদলে যাবে। রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে আবার বাড়তে শুরু করবে। পাশাপাশি বাতাসে থাকবে জলীয় বাষ্পের উপস্থিতি, যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভব হবে। সুত্রের খবর, দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপ প্রবাহের মতো অবস্থা তৈরি হতে পারে ঝাড়্গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান সহ বেশ কিছু জেলায়। এমনকি শনিবারেও গরমের তীব্রতা কমার কোনরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে শনিবার ও রবিবার বিক্ষিপ্তভাবে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে, উত্তরবঙ্গের আবহাওয়া কোনরকম পরিবর্তন হচ্ছে না আগামী চার-পাঁচ দিন। তাপমাত্রা প্রায় একইরকম থাকবে। তবে জানা যাচ্ছে, মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি বুধবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বৃহস্পতিবারের পর থেকে দার্জিলিং ও কালিম্পং জেলায় বিক্ষিপ্ত থেকে হালকা বৃষ্টি হতে পারে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.