আবাস যোজনায় মহিলাদের জন্য বড় ঘোষণা! ২.৭৫ লক্ষ বাড়ির অনুমোদন দিল কেন্দ্র
প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্পের আওতায় এবার দেশের ১০টি রাজ্যে ৩.৫৩ লক্ষ নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। হ্যাঁ ঠিকই শুনছেন। এর মধ্যে ২.৭৫ লক্ষ বাড়ি শুধুমাত্র মহিলাদের জন্যই বরাদ্দ করে রাখা হয়েছে। ফলে নারীদের ক্ষমতায়নের পথকে এই প্রকল্প আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
গত শুক্রবার কেন্দ্রীয় আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, PMAY-U 2.0 প্রকল্পের আওতায় ৩,৫২,৯১৫টি নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। এই বাড়িগুলি মূলত Beneficiary-Led Construction (BLC) এবং Affordable Housing in Partnership (AHP) ক্যাটাগরির মধ্যেই পড়বে বলে জানানো হয়েছে।
যে ১০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এই প্রকল্পের সুবিধা পাচ্ছে সেগুলি হল- অন্ধ্রপ্রদেশ, অরুনাচল প্রদেশ, জন্মু ও কাশ্মীর, বিহার, হরিয়ানা, রাজস্থান, পুদুচেরি, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা এবং উড়িষ্যা।
কেন্দ্র সরকারের এই প্রকল্পে এবার নারীদেরকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। অনুমোদিত বাড়ির মধ্যে ২.৭৫ লক্ষ বাড়ি এবার শুধুমাত্র মহিলাদের জন্যই বরাদ্দ করে রাখা হয়েছে। এর মধ্যে বিধবা, অবিবাহিত মহিলা এবং অন্যান্য বিশেষ পরিস্থিতির মহিলাদেরকেও অন্তর্ভুক্ত করে থাকছে। এছাড়াও ৯০টি বাড়ি তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার ব্যক্তির জন্য বরাদ্দ করা হয়েছে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় সাধারণ জনগণের পাশাপাশি এবার বিভিন্ন রাজ্যের অনগ্রসর শ্রেণীদের মানুষকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন-
সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার PMAY-U 2.0 প্রকল্পের সঙ্গে আরো কিছু অতিরিক্ত সুবিধা যোগ করেছে। প্রথমত ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত ৩০,০০০/-টাকা দেওয়া হবে। পাশাপাশি ৪০ বছরের বেশি অবিবাহিত মহিলা, বিধবা ও স্বামী থেকে বিচ্ছিন্ন মহিলাদেরকে ২০,০০০/- টাকা অতিরিক্ত সহায়তা করা হবে।
২০২৪ সালের ১লা সেপ্টেম্বর থেকে PMAY-U 2.0 মিশন শুরু হয়। সরকারের মূল উদ্দেশ্য হলো, ৫ বছরের মধ্যে দেশের ১ কোটি অতিরিক্ত গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মাথার উপর আশ্রয়ের ছাদ তৈরি করে দেওয়া। তবে মূল প্রকল্প, অর্থাৎ PMAY-U প্রকল্পটি ২০১৫ সালে চালু করা হয়েছিল। এখনো পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে ১১৮.৬৪ লক্ষ বাড়ি অনুমোদন পেয়েছে এবং ৯২ লক্ষের বেশি বাড়ি নির্মাণ সম্পন্ন হয়েছে।
অঙ্কিতা মন্ডল, কলকাতা: Poco F7 Pro এবং F7 Ultra আগামী ২৭শে মার্চ সিঙ্গাপুরে লঞ্চ হতে…
অঙ্কিতা মন্ডল, কলকাতা: একটা স্মার্টফোনের আগমনের রেশ না কাটতেই আরও একটা ফোনের খবর। রিয়েলমি যেন…
ভারতীয় রেল হলো দেশের পরিবহনের লাইফলাইন, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করেন। ট্রেনে সফর…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই সবার প্রথমে আসে ফিক্সড ডিপোজিট বা FD-এর নাম।…
ধনী হওয়া সহজ নয়, কিন্তু অবাস্তবও কোন কিছু নয়। আচার্য চাণক্যের (Chanakya) এই নীতি সত্যিই…
iQOO Z10 Turbo স্মার্টফোন বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াট ফাস্ট চার্জিং ও মিডিয়াটেক প্রসেসরের…
This website uses cookies.