লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

আমজনতার জন্য দারুণ ফোন আনছে ভিভো, থাকবে শক্তিশালী ব্যাটারি

Published on:

Vivo তাদের Y সিরিজের অধীনে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন লঞ্চ করে থাকে। গত বছর মার্চে সংস্থা Y03 নামে একটি বাজেট ফোন এনেছিল। আর এখন সেটির আপগ্রেড ভার্সনের উপর কাজ শুরু হয়েছে। Vivo Y04 চলতি বছরের ফেব্রুয়ারি বা মার্চে লঞ্চ হতে পারে। স্মার্টফোনটি TRDA, CQC ও NCC সহ একাধিক সার্টিফিকেশন সাইট দেখা গিয়েছে, যা ডিজাইন ও স্পেসিফিকেশন সামনে এনেছে।

READ MORE:  Vivo V30 5G Discount: অসাধারণ 50MP সেলফি ক্যামেরার Vivo V30 5G সবচেয়ে কম দামে, এখান থেকে কিনলেই লাভ | Vivo V30 5G Price in India

ছবিতে Vivo Y04 দুটি রঙের বিকল্পে দেখা গিয়েছে —ম্যাট ফিনিশ সহ গাঢ় সবুজ ভেরিয়েন্ট এবং গ্লাস ব্যাক সহ পার্পল ভেরিয়েন্ট। ক্যামেরা ডিপার্টমেন্ট দেখতে খুবই বেসিক। পিল-আকৃতির ক্যামেরা মডিউলের মধ্যে দুটি সেন্সর রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, ফোনটি অনেকটা Samsung Galaxy S25 Edge-এর মতো দেখতে লাগছে।

Vivo Y04-এর নীচের প্রান্তে একটি হেডফোন জ্যাকের পাশাপাশি একটি ইউএসবি টাইপ-সি পোর্ট বর্তমান। স্পিকার গ্রিলটি রয়েছে শীর্ষে। সিম ট্রে বাম দিকে রাখা হয়েছে। ফোনের সামনে, সেলফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ নচ যুক্ত ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে। ডিভাইসটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৮০ মিমি x ১৭০ মিমি।

READ MORE:  মাত্র ১৫৫১ টাকা মাসে দিয়ে OnePlus Nord 4 কেনার দুর্দান্ত সুযোগ, লোভনীয় অফার এখানে | OnePlus Nord 4 Discount Offer

NCC ডেটাবেসে Vivo Y04 স্মার্টফোনের ব্যাটারি লিস্টেড ছিল। এটি একটি লিথিয়াম-আয়ন সেল ব্যাটারি (মডেল নম্বর BA61), যার রেটেড ক্যাপাসিটি ৫,৩৮০ এমএএইচ এবং টিপিক্যাল ক্যাপাসিটি হল ৫,৫০০ এমএএইচ। ওই ডাটাবেসে একটি পাওয়ার অ্যাডাপ্টার (মডেল নম্বর V1530L0B0-US) রয়েছে যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  শাওমিকে পিছনে ফেলে দেশের সবথেকে বড় মোবাইল ব্র্যান্ড হল Vivo, তৃতীয় স্থানে নামল Samsung
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.