লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

‘আমরা ভিক্ষা চাই, ভারত ৭ বিলিয়ন ডলারের রাফাল কেনে’! মরা কান্না পাকিস্তানের

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্দ্র-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে ফ্রান্সের সাথে বিরাট চুক্তি করতে চলেছে ভারত। মূলত, চিন ও পাকিস্তানকে (Pakistan) যোগ্য জবাব দিতেই ফ্রান্সের কাছ থেকে 26টি রাফাল-এম যুদ্ধ বিমান কিনতে চলেছে দিল্লি। সূত্রের খবর, 22টি সিঙ্গল সিটার ও 4টি ডবল সিটার অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে ক্যাবিনেট অন সিকিউরিটি। খোঁজ নিয়ে জানা গেল, কমপক্ষে 63 হাজার কোটি টাকা খরচ করে ফ্রান্সের সাথে রাফাল চুক্তি করতে চলেছে ভারত। আর এই খবর কানে যেতেই একেবারে মরা কান্না জুড়ে দিয়েছে পাকিস্তান!


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

মাথায় হাত পাকিস্তানের!

চিন, পাকিস্তান সহ ইন্দো প্যাসিফিক পরিস্থিতির মোকাবিলা করতে ফ্রান্সের সাথে 26টি রাফাল যুদ্ধবিমানের চুক্তি করতে চলেছে দিল্লি। যেই খবর পাওয়া মাত্রই একেবারে নড়ে চড়ে বসেছে পাকিস্তানের বিশেষজ্ঞরা। সূত্রের খবর, ভারতের এমন কাণ্ডে যথেষ্ট উদ্বিগ্ন পাক বিশেষজ্ঞ থেকে শুরু করে সেনাবাহিনীর কর্তারা। রাজনৈতিক বিশেষজ্ঞ কামার চিমা তাঁর ইউটিউব ভিডিওতে এ বিষয়ে কথা বলেছেন। পাক বিশেষজ্ঞ জানান, মাত্র 1 বিলিয়ন ডলার ঋণের জন্য আইএমএফের দরজায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে পাকিস্তান।

READ MORE:  ফের পাকিস্তান বধ ভারতের, কোহলির শতরানে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেল বাবররা

আর সেখানে ভারত নাকি ফ্রান্সের থেকে 7 বিলিয়ন ডলার খরচ করে 26টি রাফাল যুদ্ধবিমান কিনছে। বলে রাখি, ফ্রান্সের তরফে রাফালগুলি হাতে পেলেই ভারতীয় বিমানবাহিনীর রণতরী আইএনএস বিক্রান্ত ও আইএনএস বিক্রমাদিত্যে মোতায়ন করা হবে। আর এই খবরে একেবারে রাতের ঘুম উড়েছে পাকিস্তানের। নিজের ইউটিউব ভিডিওতে ভারত-ফ্রান্স প্রতিরক্ষা চুক্তি নিয়ে কথা বলতে গিয়ে ওই পাক বিশেষজ্ঞ বলেন, রাফাল চুক্তির মাধ্যমে নিজেদের শক্তি বাড়াচ্ছে ভারত।

এই যুদ্ধবিমান গুলিকে কাজে লাগিয়ে ভারত মহাসাগরে চিনের মোকাবিলা করতে চাইছে দিল্লি। কামার চিমা আরও জানান, ভারত জানে যে চিন তাদের চতুর্দিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে। তবে ভারতের ভয়টা অন্য জায়গায়। ভারতের সরকার ভয় পাচ্ছে, চিন তাদের বাণিজ্যপথে আক্রমণ করতে পারে। আর সেজন্যই তড়িঘড়ি নিজেদের শক্তি বাড়াতে মরিয়া দেশটি।

অবশ্যই পড়ুন: ম্যান অফ দ্যা ম্যাচকে হেয়ার ড্রায়ার দিয়ে হাসির খোরাক পাকিস্তান সুপার লিগ!

উল্লেখ্য, ভারতের প্রায় 95 শতাংশ বাণিজ্য হয় সমুদ্রপথে। কাজেই ভারত মহাসাগর বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা। তবে বাণিজ্য পথের বেশিরভাগটাই ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র পথ দিয়ে যেতে।

READ MORE:  Future Indian Captain: রোহিতের পর কে হবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক? দৌড়ে সবথেকে এগিয়ে ৩ নাম | Future ODI Captain Of India

ফলত, এই অঞ্চলে চিনের আধিপত্য বাড়লে বিরাট অর্থনৈতিক ধাক্কা খেতে পারে ভারত। তাই সেই দুর্দিন যাতে দেখতে না হয় সেজন্যই শত্রুর মুখোমুখি দাঁড়াতে একেবারে আটঘাট বেঁধে নামতে চলেছে ভারত। সেই লক্ষ্য নিয়েই 3700 কিমি পাল্লার বিধ্বংসী রাফাল কিনতে ফ্রান্সের সাথে শীঘ্রই চুক্তি সারবে কেন্দ্রে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.