আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল শাহরুখ-সলমন! বিস্ফোরক মন্তব্য মমতা কুলকার্নি

তিনি বলি অভিনেত্রী মমতা কুলকার্নি।‌ যতটা না নিজের কাজের জন্য তিনি প্রসিদ্ধ বরং তার থেকে অনেক বেশি বিতর্কিত। তবে বেশ কিছু সিনেমায় তার অভিনয় দর্শকদের মনে থেকে গেছে। তার মধ্যে অন্যতম হলো ‘করণ অর্জুন।’ শাহরুখ-সলমন জুটির অন্যতম হিট সিনেমা।

আর সেই সিনেমার সেটেই নাকি জন্ম হয়েছিল এক বিতর্কের। কী সেই বিতর্ক? সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুখ খুলে মমতা জানিয়েছিলেন তার সঙ্গে নাকি সেই সেটে দুর্ব্যবহার হয়েছিল। তার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলেন ভারতীয় সিনেমার দুই আইকনিক স্টার শাহরুখ- এবং সালমান!

READ MORE:  Who Is Rani Bhavashankari: মুঘলদের যম ভবশঙ্করীর ভূমিকায় শুভশ্রী, বাংলার এই বীরাঙ্গনা রানির আসল কাহিনী গায়ে কাঁটা দেবে | Subhashree Ganguly New Movie Raybaghini Bhavashankari

কিন্তু কেন এমন কাণ্ড করেছিলেন তারা? আপ কি আদালতে দাঁড়িয়ে মমতা বলেন, সেদিন প্রথম শটটি আমারই ছিল। শাহরুখ এবং সলমান ঝোপের আড়াল থেকে আমাকে দেখছিল। আমি দেখলাম তাঁরা আবার আমাকে দেখে হাসছে। যদিও এরপরে তাদের শট ছিল।৫০০০ লোকের মধ্যে হাঁটু গেড়ে বসে একটা স্টেপ করতে গিয়ে তারা এত রিটেক নিল যে পরিচালক অবশেষে চিৎকার করে বললেন, ‘প্যাক আপ করো। আমরা সবাই আমাদের ঘরে দৌড়ে গেলাম। যদিও আমার কোন স্টেপ তাঁদের কোরিওগ্রাফার বদলে দিক আমি চাইনি। এই জন্যই তাঁরা যখন দৌড়ে যায় আমিও তাই করি। কিং আমি আসার সঙ্গে সঙ্গেই সলমান আমাকে থামিয়ে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল।’

READ MORE:  কোলে ৯ মাসের শিশু নিয়ে মগ্ন ফোনে, পা হড়কে সোজা ম্যানহোলে মা-শিশু, কী হল তারপর?

উল্লেখ্য, সম্প্রতি চলতি বছরের কুম্ভমেলায় গিয়ে অভিনেত্রী থেকে সন্ন্যাসিনী হয়েছেন মমতা কুলকার্নি। কিন্নর আখড়ার সাহায্য নিয়ে কুম্ভ স্নান করে মমতা কুলকার্নি মহামণ্ডলেশ্বর উপাধি লাভ করেন। কিন্তু এই নিয়ে খবর হতেই বেশ কয়েকটি হিন্দু ধর্মীয় সংগঠনের রোষের মুখে পড়ে কিন্নর আখড়া। যার জেরে অভিনেত্রী ক মহামণ্ডলেশ্বর পদ থেকে অপসারণ করা হয়।

READ MORE:  স্ত্রীর জন্মদিনে আদুরে শুভেচ্ছা স্বামী নিকের! পোস্ট করলেন প্রিয়াঙ্কার অদেখা ছবি

 

Scroll to Top