এই মুহূর্তে উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশের ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থান পতন ঘটিয়েছে বাংলাদেশে হাসিনা সরকারের। এই মুহূর্তে দেশত্যাগী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ চালাচ্ছে ইউনুস সরকার।
তবে হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে চরম অরাজকতা, মৌলবাদ। কোণঠাসা হিন্দু ধর্মাবলম্বীরা। লাগাতার দেশ চলে চলছে খুন, ধর্ষণ। ভাঙা হচ্ছে হিন্দু মন্দির, খুন করা হচ্ছে পুরোহিত। একইসঙ্গে আওয়ামী লীগের সদস্যদেরও রেয়াত করা হচ্ছে না।
বলাই বাহুল্য ইউনুস জমানায় সংখ্যালঘুরা বাংলাদেশের কার্যত এক ঘরে হয়ে গেছে। বেলাগাম হয়েছে অত্যাচার। ভারতকে শত্রু দেশে পরিণত করে পাকিস্তানকে আপন করতে চাইছে ইউনুসের বাংলাদেশ। গতকাল অর্থাৎ সোমবার ফের নিজের দেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়াল বার্তা দেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা।
হুঁশিয়ারির সুরে তিনি জানিয়ে দেন তিনি আবারও ফিরবেন বাংলাদেশে। শাস্তি দেবেন খুনিদের। এর আগেও তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন ইতিহাস কখনও মুছে ফেলা যায় না। সাময়িকভাবে মেটানো যায় হয়তো। কিন্তু ইতিহাস আবার মাথাচাড়া দিয়ে ওঠে।
গতকাল জুলাইয়ের আন্দোলনে নিহত পুলিশকর্মীদের পরিবারের সঙ্গে কথা বলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাদের আশ্বাস দিয়ে হাসিনা বলেন, ‘ইনশাআল্লা আমি আবার ফিরব, এবং ফিরে সব হত্যার বিচারও আমি করব।’ একই সঙ্গে তিনি বলেন আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার শাস্তি পেতেই হবে ষড়যন্ত্রকারীদের।