আম্বানির ৫০, নেওটিয়ার ১৫ হাজার কোটি! বাংলায় বিনিয়োগের বন্যা, হবে প্রচুর কর্মসংস্থান

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ অর্থাৎ বুধবার থেকে নিউটাউনে শুরু হয়ে গেল ২০২৫ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা BGBS 2025। এই সামিটে উপস্থিত ছিলেন একের পর এক দাপুটে শিল্পপতি। মুকেশ আম্বানি থেকে শুরু করে সজ্জন জিন্দালের মতো দেশের প্রথম সারির শিল্পপতিরা প্রথম দিনেই বেশ আসর জমিয়ে দিয়েছিল। তার উপর আবার ৪০টি দেশের প্রতিনিধি রয়েছেন বাংলার বাণিজ্য সম্মেলনে। আর প্রথম দিনেই বিভিন্ন শিল্পপতির বক্তব্যে উঠে এল আগামী দিনে বাংলায় হোটেল ব্যবসা এবং কর্মসংস্থান সমৃদ্ধির প্রতিশ্রুতি।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

হোটেল নিয়ে বড় ভাবনা অম্বুজা নেওটিয়া গোষ্ঠীর

রাজ্যের শিল্প মানচিত্রে এবার নতুন চমক হল AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাব। ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি শিল্প, কৃষিপণ্য থেকে কুটির শিল্প সবকিছুর আসর যেন আজ প্রথম দিনের মেলায় বেশ চমক এনেছে। বাণিজ্য সম্মেলনে শুরুতেই বক্তব্য রাখেন ITC-র চেয়ারম্যান সঞ্জীব পুরী। হোটেল, এফএমসিজি, আইটি-সহ একাধিক সেক্টরে বিনিয়োগ রয়েছে ITC গ্রুপের। তিনি আজ সম্মেলনের আসরে জানিয়েছেন, বর্তমানে ITC গ্রুপের ৬টি হোটেল রয়েছে। এই সংখ্যা এবার আগামী বছর আরও দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে তাঁদের সংস্থার। তবে শুধু ITC নয়, হোটেল ব্যবসা বিস্তৃত করতে অম্বুজা নেওটিয়া গোষ্ঠীও এগিয়ে এসেছে।

READ MORE:  বাংলায় নতুন ৬ লেনের এক্সপ্রেসওয়ে, জুড়বে রক্সৌল-হলদিয়া ও গোরক্ষপুর-শিলিগুড়ি

তৈরি হবে অজস্র হোটেল

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে একাধিক হোটেল রয়েছে নেওটিয়া গোষ্ঠীর। তার সঙ্গে আগামী দিনে তাজ গ্রুপের সঙ্গে পার্টনারশিপ করে রাজ্যে আরও হোটেল তৈরির কথা ঘোষণা করেছেন তিনি। শুধু কলকাতা নয়, কলকাতার বাইরে দার্জিলিং, কালিম্পং, গোরুমারা অভয়ারণ্য, দিঘা, শান্তিনিকেতন, সুন্দরবনের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রে হোটেল গড়বে নেওটিয়া গ্রুপ। আগামী পাঁচ বছরে এই সংস্থা পশ্চিমবঙ্গে ১৫,০০০ কোটি টাকা লগ্নি করতে চলেছে। এছাড়াও পশ্চিমবঙ্গে নয়া হাসপাতাল গড়ে তোলা হবে। পাশাপাশি গল্ফ থিমের টাউনশিপ গড়ে তোলার পরিকল্পনা করছে অম্বুজা নেওটিয়া গ্রুপ। ২৪০ একর জমির উপর সেই টাউনশিপ গড়ে তোলা হবে।

READ MORE:  Gold Rate: ১.২৫ লক্ষ পার করবে দাম! আজকে সোনার রুপোর দর নিয়ে বিরাট আপডেট | Todays Gold And Silver Price

কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে মুকেশ আম্বানি!

অন্যদিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান বৃদ্ধির উপলক্ষে ৫০,০০০ কোটি টাকার নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি ঘোষণা করেছেন। এছাড়াও তিনি তাঁর বক্তব্যের মাধ্যমে জানিয়েছেন যে , “ভারতের যোগাযোগ ব্যবস্থা এবং উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা করার জন্য বর্তমানে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর গুরুত্ব অপরিসীম। সেখানে দাঁড়িয়ে Jio বর্তমানে ভারতে বিশ্বের সেরা যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছে। যেই কারণে Jio কেবল এক নম্বর ডিজিটাল পরিষেবা প্রদানকারীই নয়, এটি বিশ্বের এক নম্বর নেটওয়ার্ক কোম্পানি রূপে উঠে এসেছে।”

READ MORE:  কাজের ঢিলেমি, ঘুষ আর নয়! সরকারি কর্মীদের হুঁশ ফেরাতে নয়া এজেন্সি তৈরি করবে নবান্ন

আর এই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, “মুকেশজি যা বলে দিয়েছেন, তার পর আর কিছু বলার বাকি থাকে না। বাণিজ্য সম্মেলন আমরা আগে চালু করেছি। এখন সব রাজ্য তা অনুসরণ করে। কর্মসংস্থান ছাড়া ভবিষ্যৎ প্রজন্ম এগোতে পারবে না। আর সে কারণেই এই বাণিজ্য সম্মেলন। লগ্নির জন্য বাংলা সবচেয়ে স্মার্ট এবং নিরাপদ জায়গা।”

Scroll to Top