লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

আরও কড়াকড়ি! ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে নয়া সিদ্ধান্ত ভারতীয় রেলের

Published on:

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: বরাবর ভারতীয় রেলকে (Indian Railways) দেশের লাইফলাইন বলা হয়ে থাকে। কারণ প্রতিদিনই লক্ষাধিক মানুষ যাতায়াত করেন ট্রেনে। কাছে হোক কিংবা কোনো দূরের গন্তব্য, বেশিরভাগ যাত্রীদের কাছে প্রথম পছন্দ হয়ে ওঠে এই ট্রেন ভ্রমণ। একই অবস্থা হয় দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রেও। তবে ট্রেনে যাতায়াত করতে গেলে অবশ্যই যাত্রীদের টিকিট কাটতে হবে। কিন্তু দূরপাল্লার ক্ষেত্রে এত সংখ্যক যাত্রীদের কনফার্ম টিকিট দেওয়া অসম্ভব হয়ে পড়ে। এদিকে অনেকেই শেষ মুহূর্তে টিকিট ক্যানসেল করে দেন। তখন ফাঁকা যায় সিট। তখন অনেকেই শেষ মুহূর্তে টিকিট কাটতে পারে। এর জন্যই রেলের তরফে ব্যবস্থা করা হয় ওয়েটিং লিস্টের।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

অর্থাৎ ওয়েটিং লিস্টে টিকিট পরে থাকলে পড়ে যদি কনফার্ম লিস্ট থেকে কেউ টিকিট ক্যানসেল বা বাতিল করে দেয় তবে ওয়েটিং লিস্ট এর টিকিট কনফার্ম হয়ে যায়। কিন্তু সেটা খুবই রিস্কি। তার কারণ ওয়েটিং লিস্ট থেকে টিকিট কনফার্ম নাও হতে পারে। অনেকে আবার সেই অবস্থাতেই যাত্রা শুরু করে দেয়। কিন্তু এই কাজ সম্পূর্ণ অনৈতিক এবং আইন বিরুদ্ধ। তাই এবার সম্প্রতিই ওয়েটিং লিস্ট নিয়ে এক বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেলওয়ে। যা যাত্রীদের ভ্রমণের পরিকল্পনা আগে জেনে নেওয়া খুব জরুরি। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

READ MORE:  বদ্রীনাথে বিরাট প্রাকৃতিক বিপর্যয়! ভয়ঙ্কর তুষারধসে চাপা পড়ে আটকে ৫৭ শ্রমিক

ওয়েটিং টিকিট নিয়ে কড়াকড়ি রেল

সম্প্রতি ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, ওয়েটিং টিকিট অনেক যাত্রী ট্রেন ভ্রমণ করে থাকেন তাই এই নিয়ে আরও কড়া নিয়ম আনা হচ্ছে। ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা সংরক্ষিত কামরায় উঠতে পারবেন না। তা সে অনলাইন থেকেই কাটুন বা অফলাইনে কাউন্টারে। অর্থাৎ রেলের তরফে সাফ জানানো হয়েছে, যদি কোনও যাত্রী ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করতে গিয়ে টিকিট কালেক্টরের কাছে ধরা পড়েন, তাহলে তাদের জরিমানা করা হবে এবং পরবর্তী স্টেশনে নামিয়ে দেওয়া হবে। বিভিন্ন কোচের জন্য বিভিন্ন জরিমানা নেওয়া হবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ওয়েটিং টিকিট রিফান্ড!

যদি এসি কোচে সফর করতে গিয়ে জন্য যাত্রী ধরা পড়েন, তবে ট্রেনের ভাড়া ও অতিরিক্ত ৪৪০ টাকা জরিমানা দিতে হবে। স্লিপার কোচে সফর করতে গিয়ে ধরা পড়লে টিকিট মূল্য সহ আরও ২৫০ টাকা জরিমানা দিতে হবে। এছাড়াও যদি কোনো ক্ষেত্রে ট্রেনের টিকিট অনলাইনে বুক করার পর ওয়েটিং লিস্টে আটকে গিয়েছে, তাহলে সেটিও পরে বাতিল হয়ে যায়, এবং যাত্রীকে টাকা রিফান্ড করা হয়। কিন্তু কেউ যদি অফলাইনে ট্রেনের টিকিট কেটে তাহলে তাঁকে সেই টিকিট নিয়ে কাউন্টারে জমা দিতে হবে। এবং একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করলে সেই টিকিটের রিফান্ড পাওয়া যাবে।

READ MORE:  CNG Car: ৩৪ কিমি মাইলেজ, দাম ৭ লাখেরও কম! বাজেটের মধ্যে সেরা এই তিনটি CNG গাড়ি | Maruti Suzuki And Tata Motors Budget CNG Cars
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.