আর্মেনিয়া, ফ্রান্সের পর আরেক ইউরোপীয় দেশ কিনতে চাইছে ভারতের ব্রহ্মাস্ত্র
বিক্রম ব্যানার্জী, কলকাতা: শত্রুপক্ষকে শায়েস্তা করতে ভারতীয় অস্ত্রে চোখ পড়েছে ইউরোপের একাধিক দেশের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মাঝে ইউরোপের একাধিক দেশ রাশিয়ার আক্রমণের আশঙ্কায় দিন গুনছে। এমতাবস্থায়, যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই ভারতের পিনাকা মাল্টি-ব্যারেল রকেট সিস্টেম (Rocket System) কেনার আগ্রহ প্রকাশ করেছে স্পেন।
যদিও এর আগে আজারবাইজানের সাথে যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে আর্মেনিয়াও ভারতের কাছ থেকে এই উচ্চ শক্তি সম্পন্ন রকেটটি কিনে নিয়েছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, সম্প্রতি যুদ্ধ প্রস্তুতি সেরে রাখতে ফ্রান্সের তরফেও নাকি পিনাকা মাল্টি-ব্যারেল রকেট সিস্টেম কেনার আগ্রহ দেখানো হয়েছে।
ভারতের উচ্চ শক্তি সম্পন্ন পিনাকা মাল্টি ব্যারেল রকেট সিস্টেমটি বর্তমানে দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO-তে তৈরি হচ্ছে। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, ভগবান শিবের ধনুকের নাম পিনাক। আর সেই পিনাকের নামেই নামকরণ করা হয়েছে এই উচ্চ শক্তি সম্পন্ন রকেট সিস্টেমটির।
বেশ কিছু জনপ্রিয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতের প্রতিবেশী দেশ স্পেন নাকি দেশীয় পিনাকা রকেট সিস্টেম কিনতে মরিয়া হয়ে উঠেছে। সম্প্রতি, সোলার ডিফেন্স কোম্পানির চেয়ারম্যান জানিয়েছেন, ভারতের কাছ থেকে এই নতুন রকেট সিস্টেমটি কেনার জন্য মুখিয়ে রয়েছে স্পেন। বলা বাহুল্য, বর্তমানে আর্মেনিয়ায় রকেট সিস্টেমটি সরবরাহ করছে ভারত।
চুক্তি অনুযায়ী সে দেশে পৌঁছে যাচ্ছে ভারতে তৈরি পিনাকা মাল্টি ব্যারেল রকেট সিস্টেম। সূত্রের খবর, আর্মেনিয়ার পর স্পেনের পাশাপাশি এবার নাকি ফ্রান্সও ভারতের এই অত্যাধুনিক রকেট সিস্টেম কিনতে আগ্রহী। প্রাপ্ত তথ্য যা বলছে, ইতিমধ্যেই নাকি ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রকের সাথে ভারতের বেশ কয়েক দফা কথা চলেছে। কাজেই বোঝাই যায়, আন্তর্জাতিক প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতীয় অস্ত্রের চাহিদা কতটা।
অবশ্যই পড়ুন: সেমির আগে দুই তারকাকে নিয়ে দুঃসংবাদ মোহনবাগানে
প্রসঙ্গত, ভারত এখনও পর্যন্ত কমপক্ষে 100টি দেশে দেশীয় অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। এবার সেই তালিকায় জুড়ে গেল উচ্চ ক্ষমতা সম্পন্ন পিনাকা মাল্টি ব্যারেল রকেট সিস্টেমের নামটিও।
সূত্র বলছে, সোলার ডিফেন্স কোম্পানি বিশ্বের বাজারে, মূলত ইউরোপীয় দেশগুলিতে পিনাকা রকেট সিস্টেম বিক্রি করতে মরিয়া। জানা গিয়েছে, ভারতে তৈরি এই রকেট সিস্টেমটির সার্বিক শক্তি জেনেই ইউরোপের বিভিন্ন দেশগুলি এই মিসাইল কিনতে ভারতের সাথে সখ্যতা বজায় রাখার চেষ্টা করছে।
Vivo প্রতি বছর তাদের S সিরিজের স্মার্টফোনগুলির দুটি জেনারেশন লঞ্চ করে। যেমন সংস্থাটি গত বছরের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩রা মার্চ, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ওয়ানপ্লাস একটি দুর্দান্ত কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনতে চলেছে, যার নাম OnePlus 13T। সংস্থা ইতিমধ্যেই…
রিয়েলমি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জগতে ফের একবার আলোড়ন ফেলার জন্য তোড়জোড় শুরু করেছে। কেন এমন কথা…
বাজাজ পালসার (Bajaj Pulsar) সিরিজের হাত ধরে তৈরি হল নতুন রেকর্ড। বিশ্বের ৫০টির বেশি দেশে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওপর ওপর সখ্যতা রেখে ভারতের অর্থ ভাান্ডারে কোপ বসাচ্ছে আমেরিকা! গত সোমবার…
This website uses cookies.