লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

আর ছাড় নয়! চিন, পাকিস্তানকে দাঁতভাঙা জবাব দেবে ভারত! হাতে এল মারণাস্ত্র

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের (India) বিরুদ্ধে প্রতিমুহূর্তে কুচুটে পরিকল্পনা ফেঁদে চলেছে চিন ও পাকিস্তান। ড্রাগনের দেশের সাথে হাত মিলিয়ে প্রতিবেশী ভারতকে শায়েস্তা করতে নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে এগিয়ে এসেছে সন্ত্রাসবাদের আশ্রয়দাতা হিসেবে খ্যাত দেশটি! এহেন আবহে ভারত কি নীরব দর্শকের ভূমিকা নেবে? কখনই না! শত্রুদের গতিবিধি বুঝে প্রতিদিন নতুন নতুন বিধ্বংসী অস্ত্রে সেজে উঠছে দেশের অস্ত্রাগার।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এবার সেই সূত্র ধরেই চিন, পাকিস্তানের মতো শত্রুদের যোগ্য জবাব দিতে একেবারে উন্নত প্রযুক্তির শক্তিশালী ড্রোন পেল দিল্লি। সূত্রের যা খবর, এই ড্রোন মিসাইলটি ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় বিরাট মাত্রা যোগ করবে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের মতো দেখনদারি ফলানো বিরোধী দেশগুলিকে দাঁতভাঙা জবাব দেবে এই ক্ষেপণাস্ত্র!

READ MORE:  PSL শুরুর আগেই খেলোয়াড়দের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুখ পুড়ল পাকিস্তানের! | Fire Breaks Out At Cricketer's Hotel Before PSL

দেশেই তৈরি হল নতুন ড্রোন

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, নাগপুরের জেএসআর ডায়নমিক্স প্রাইভেট লিমিটেডের হাত ধরে তৈরি হয়েছে শক্তিশালী ড্রোন মিসাইলটি। জানা যাচ্ছে, ভারতের এই নয়া ড্রোন মিসাইলের নাম রাখা হয়েছে মিনিয়েচার গ্রাউন্ড লঞ্চড ড্রোন-ওয়েপনাইজড। খোঁজ নিয়ে জানা গেল, দেশীয় প্রযুক্তির হাত ধরে তৈরি এই নয়া ড্রোন মিসাইলটি আগামী দিনে সীমান্তে চিন ও পাকিস্তানের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

নতুন ড্রোনটির বৈশিষ্ট্য ও ক্ষমতা

রিপোর্ট অনুযায়ী, ভারতের MGLD-W ড্রোন মিসাইলটির ওজন কমপক্ষে 400 কেজি। একই সাথে এতে রয়েছে একটি শক্তিশালী টার্বোজেট ইঞ্জিন, যার ওজন 150 কেজি। জানিয়ে রাখি, ভারতের অস্ত্রাগারে শোভা পেতে যাওয়া এই নতুন শত্রু দমনকারী ড্রোন মিসাইলটি 297 কিমি ও 0.85 ম্যাক পাল্লার। অর্থাৎ এর গতিবেগ হবে ঘন্টায় 1,050 কিলোমিটার। পাশাপাশি ড্রোনটি, উন্নত প্রযুক্তির কারণে একেবারে নির্ভুলভাবে শত্রুকে চিহ্নিত করে ধ্বংস করবে।

READ MORE:  একাধিক ছুটি! ফেরুয়ারিতে বাংলায় কতদিন বন্ধ ব্যাঙ্ক, দেখে নিন তালিকা

বেশ কয়েকটি সূত্র আরও জানাচ্ছে, মূলত আধুনিক যুদ্ধের কথা মাথায় রেখেই এই উন্নত প্রযুক্তির উচ্চশক্তি সম্পন্ন ড্রোনটি তৈরি করেছে ভারত। বিজ্ঞানীদের দাবি, লক্ষ্যবস্তুকে সজোরে আঘাত করতে হলে এটি হামেশাই দূর থেকে নিজের কাজ করতে পারবে। এছাড়াও উপরি পাওনা হিসেবে, ড্রোনটিতে একটি মাল্টি কনস্টেলেশন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ইন্সটল করা রয়েছে। জানা গিয়েছে, এই ড্রোনে MK-81 নামক 113 কেজির ভয়ঙ্কর বোমা থাকে, যা সাধারণত বিজ্ঞানের ভাষায় ওয়ারহেড নামে পরিচিত।

অবশ্যই পড়ুন: বিপদ বাড়ল শত্রুদের, লাদাখ সীমান্তে বিরাট কাণ্ড ঘটাল ভারতীয় সেনা

উল্লেখ্য, ভারতের এই নয়া ড্রোন খুব সহজেই দূর থেকে লক্ষ্যবস্তুকে আঘাত করে ধুলোয় মিশিয়ে দিতে সক্ষম! সূত্রের খবর, এই ড্রোন মিসাইল মূলত যুদ্ধযান, শত্রুপক্ষের বাঙ্কার, সাঁজোয়া গাড়ি সহ অন্যান্য কাঠামো একেবারে গুঁড়িয়ে দিতে পারবে। বিজ্ঞানীরা বলছেন, এর উৎক্ষেপণও একেবারে সহজ।

READ MORE:  ভারত হয়ে ৩৬ দেশে রপ্তানি, দিল্লি বেঁকে বসায় বিপুল ক্ষতির মুখে বাংলাদেশের বস্ত্র ব্যবসা

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.