‘আর দেরি নেই, ঘরে ফিরছি’, আনন্দে উচ্ছ্বসিত সুনীতা, বুচ উইলমোররা! তাঁদের মহাকাশযান কখন নামছে ফ্লরিডা? কি বলছে নাসা?

কথা ছিল ৮ দিনের জন্য গেছেন তারা। কিন্তু তারই মাঝে কেটে গেছে সুদীর্ঘ ৯ মাস। মহাকাশ থেকে পৃথিবীতে পা রাখেননি তারা। তাদের কথা ভেবে প্রতিটা মুহূর্ত উদ্বেগে কেটেছে বিশ্ববাসীর। তারা হলেন মহাকাশচারী ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস ও বুচ‌ উইলমোর। মাত্র ৮ দিনের জন্য মহাকাশে গিয়ে তাদের ফিরতে সময় লাগছে ৯ মাস।

READ MORE:  BSNL 90 Days Plan: জলের দামে ৯০ দিনের দুর্ধর্ষ প্ল্যান BSNL-র! ব্যবসা মন্দা হবে AIrtel, Jio-র | BSNL 439 Rupee Plan

জীবনধারণ, শারীরিক সক্ষমতা অনেকটাই বদলে গেছে হয়ত এই দুজনের। উল্লেখ্য, আজ মহাকাশ স্টেশন থেকে তাঁদের নিয়ে রওনা দেবে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের নিতে পৌঁছে গেছেন অন্য মহাকাশচারীরাও। এবং তাদের দেখে যথারীতি দারুন উচ্ছ্বসিত সুনীতা এবং বুচ।

দীর্ঘদিন মহাকাশে আটকে থাকার পর দেশে ফেরার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ককে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন সুনীতা উইলিয়ামস। এই ভিডিওবার্তা সমাজমাধ্যমে শেয়ার করেছেন মাস্ক নিজেই।

READ MORE:  Post Office Scheme: প্রতিমাসে ৫৫০০ টাকা দেবে ভারতীয় পোস্ট অফিস, আজই বিনিয়োগ করুন

ইতিমধ্যেই, নাসার তরফে সুনীতাদের পৃথিবীতে অবতরণের সময় প্রকাশ করেছে। মঙ্গলবারতাদের বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার বিকেল পাঁচটা সাতান্ন মিনিটে ফ্লোরিডার উপকূলে আছড়ে পড়বেন সুনীতারা।

ক্যাপসুল বন্ধ হওয়া থেকে অবতরণ প্রক্রিয়ার সম্পূর্ণটা সরাসরি সম্প্রচার শুরু করে দিয়েছে নাসা। তবে সফট ল্যান্ডিং নয় ক্যাপসুল আছড়ে পড়বে মধ্যসাগরে। তবে মহাকাশচারীদের ক্ষতি হবে না এর ফলে। ক্যাপসুলের ভেতরে জল ঢুকে যাওয়ার কোন‌ও সম্ভাবনা নেই। উল্লেখ্য, স্পেসএক্সের‌ এই যানে সুনীতা, বুচ ছাড়াও থাকছেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজ়ান্ডার গর্বুনভ।

READ MORE:  খরচ সামলাতে বড় সিদ্ধান্ত, ফের বাড়ছে ট্রেনের টিকিটের দাম! চিন্তায় যাত্রীরা

 

Scroll to Top