আর ফ্রি নয়, UPI লেনদেনেও এবার দিতে হবে চার্জ? প্রস্তাব জমা সরকারের ঘরে
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি UPI ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। এবার বিভিন্ন সংস্থা কেন্দ্রের কাছে একটি বিশেষ প্রস্তাব পেশ করেছে। এদিকে এই প্রস্তাবে যদি কেন্দ্রের মোদী সরকার সম্মতি দেয় তাহলে সাধারণ মানুষের পক্ষে UPI ব্যবহার করা অনেকটাই ব্যয়বহুল হয়ে যাবে বলে খবর। আসলে ডিজিটাল পেমেন্ট কোম্পানিগুলির প্রতিনিধিত্বকারী শিল্প সংস্থা পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI) প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) চিঠি লিখে কেবল বৃহৎ ব্যবসায়ীদের জন্য রুপে ডেবিট কার্ড এবং ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) ফিরিয়ে আনার অনুরোধ করেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
কেন্দ্রীয় সরকার UPI লেনদেন এবং RuPay ডেবিট কার্ডের উপর মার্চেন্ট চার্জ অর্থাৎ ফি পুনরায় আরোপের কথা বিবেচনা করছে। বর্তমানে, এই পেমেন্ট পদ্ধতিগুলিতে কোনও মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) আরোপ করা হয় না। এর কারণ হল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) তাদের সুবিধা প্রদান করে। তবে, ছোট ব্যবসার জন্য লেনদেন বিনামূল্যে রাখার সময় বড় ব্যবসায়ীদের উপর ফি আরোপের বিষয়ে আলোচনা চলছে।
সরকার ২০২২ সালে এই চার্জ মকুব করে। কিন্তু, এখন ফিনটেক কোম্পানিগুলি বলছে যে বড় ব্যবসায়ীদের এটি বহন করার ক্ষমতা আছে। তাই, এই ধরনের ব্যবসায়ীদের উপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) নেওয়া উচিত। বর্তমানে UPI লেনদেন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখন মানুষের পকেটে বেশি ক্যাশ থাকলেও অসুবিধা হয় না। কারণ ফোনে UPI থাকলেই যে কোনো জায়গায় পেমেন্ট করা একদম জলভাতের সমান হয়ে গেছে। তাই, সরকার চায় যে বড় ব্যবসায়ীরাও এর কিছু খরচ বহন করুক।
২০২৫-২৬ সালের বাজেটে, সরকার পেমেন্ট ভর্তুকি ৩,৫০০ কোটি টাকা থেকে কমিয়ে ৪৩৭ কোটি টাকা করেছে। যার কারণে ব্যাংকগুলি লোকসানের সম্মুখীন হচ্ছে। ২০২২ সালের আগে, ব্যবসায়ীকে কিছু ফি দিতে হত। যাকে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) বলা হয়। লেনদেন করার বিনিময়ে এই ফি ব্যাংককে দেওয়া হত।
একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে, ব্যাংকাররা বলছেন যে একজন ব্যাংকার জানিয়েছেন যে ব্যাংকগুলি সরকারকে একটি প্রস্তাব দিয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে যে সেইসব ব্যবসায়ীদের উপর MDR প্রয়োগ করা উচিত। যাদের বার্ষিক GST টার্নওভার ৪০ লক্ষ টাকার বেশি। সরকার একটি টায়ার্ড প্রাইসিং সিস্টেম শুরু করার পরিকল্পনাও করছে। এই সিস্টেমের অধীনে, বড় ব্যবসায়ীদের বেশি চার্জ দিতে হবে। একই সাথে, ছোট ব্যবসায়ীদের কম ফি দিতে হবে। শিল্প ব্যাংকগুলি UPI পেমেন্টের উপর MDR আরোপের একটি প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছে। এখন বিভাগটি এই বিষয়টি বিবেচনা করছে। যদি এটি ঘটে, তাহলে MDR আবার ফিরে আসবে।
ডিজিটাল পেমেন্ট ইন্ডাস্ট্রিতে, মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) হল একজন ব্যবসায়ী বা দোকানদারকে গ্রাহকদের রিয়েল টাইম পেমেন্টের জন্য যা দিতে হয়। বর্তমানে, UPI এবং RuPay ডেবিট কার্ড পেমেন্টের ক্ষেত্রে কোনও MDR প্রযোজ্য নয়। এই পেমেন্টগুলি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এর মাধ্যমে সহজে করা হয়। কিন্তু এখন সরকার এই লেনদেনের উপরও মার্চেন্ট চার্জ আরোপের প্রস্তুতি নিচ্ছে।
পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতিমাসের পয়লা তারিখেই সেই মাসের গ্যাসের দাম প্রকাশ্যে আনা হয়। বিগত…
বাজারে এখন একাধিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন পাওয়া যায়। কারণ ক্রেতাদের মধ্যে প্রিমিয়াম ফোন ব্যবহারের প্রবণতা বাড়ছে।…
টেলিকম বাজারে বড় চাল চালল মোদী সরকার। ভোডাফোন আইডিয়ার (Vodafone Idea) অংশীদারি বাড়ানোর সিদ্ধান্ত নিল…
সৌভিক মুখার্জী, কলকাতা: অর্থনৈতিক দিক থেকে সুরক্ষিত হতে সবাই চায়। ভবিষ্যতে নিরাপদ আর্থিক অবস্থা গড়ে…
শ্বেতা মিত্র, কলকাতাঃ অবশেষে স্বস্তি, পারদ কমার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ মঙ্গলবার (Weather…
দেশে লঞ্চ হয়েছে iPhone 16e। এটি অ্যাপলের সবথেকে সস্তা ও এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যার দাম ৫৯,৯৯৯…
This website uses cookies.