সহেলি মিত্র, কলকাতা: কথা রাখল পূর্ব রেল। বিগত কয়েকদিন ধরে লোকাল ট্রেনগুলিতে মহিলা কামরার সংখ্যা বৃদ্ধি করায় বিক্ষোভ দেখাচ্ছিলেন পুরুষ যাত্রীরা। সকলের অভিযোগ, মহিলা কামরার সংখ্যা বেড়ে যাওয়ায় জেনারেল কামরায় এক ধাক্কায় ভিড় আরও বেড়ে গিয়েছে। রোজ ভিড়ে যাতায়াত করতে সকলের সমস্যা হচ্ছে। এহেন অবস্থায় রেল আশ্বাস দিয়েছিল যে এই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করা হবে। এবার তারই ফলশ্রুতি হিসেবে মাতৃভূমি লোকাল (Matribhumi Local) ট্রেন নিয়ে বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
মাতৃভূমি লোকাল নিয়ে বড় সিদ্ধান্ত রেলের
জানা যাচ্ছে, আগামী দিনে এই ট্রেনের কামরাগুলি শুধুমাত্র আর মহিলাদের জন্য বরাদ্দ থাকবে না। পুরুষরাও উঠতে পারবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। সম্প্রতি রেলের তরফে চালানো এক সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে। পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগ মাতৃভূমি লোকাল সমীক্ষা করে দেখেছে যে বেশ কয়েকটি কোচ সারাদিন ধরে অব্যবহৃত থাকে। এই গবেষণার ফলাফলের ভিত্তিতে, রেলওয়ে সাধারণ যাত্রীদের কিছু খালি কোচে প্রবেশের অনুমতি দিতে পারে বলে মনে করা হচ্ছে।
মাতৃভূমিতে এবার উঠতে পারবেন সকলে!
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে শিয়ালদহের ডিআরএম দীপক নিগম বলেন, “আমরা মহিলাদের জন্য বিশেষ মাতৃভূমি লোকাল ট্রেন চালাচ্ছি কিন্তু কর্মীরা পর্যবেক্ষণ করে দেখেছেন যে সমস্ত কোচে পুরোপুরি মহিলা যাত্রী হচ্ছে না। বেশিরভাগ খালিই থাকছে। ফলাফলের ভিত্তিতে, আমরা সাধারণ যাত্রীদের ব্যবহারের জন্য দুটি, তিন বা চারটি কোচ রূপান্তর করার কথা বিবেচনা করতে পারি। তবে, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না।”
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
বর্তমানে, শিয়ালদহ ডিভিশনের উত্তর এবং প্রধান লাইন বিভাগে ছয় জোড়া মাতৃভূমি লোকাল ট্রেন চলাচল করে।ডিআরএম আরও স্পষ্ট করে বলেছেন যে, ১২টি কোচ বিশিষ্ট ইএমইউ ট্রেনে অতিরিক্ত মহিলা কোচগুলি আগে থেকেই পরিসংখ্যানগত মূল্যায়নের ভিত্তিতে চালু করা হয়েছিল, নিরাপত্তা, চাহিদা এবং সামগ্রিক কার্যক্রমের মতো বিষয়গুলি বিবেচনায় নিয়ে। তবে, মহিলা কোচের বর্ধিত বরাদ্দের বিরোধিতা করে পুরুষ যাত্রীদের সাম্প্রতিক বিক্ষোভের ফলে শিয়ালদহ ডিভিশনের দক্ষিণ অংশে টানা দুই দিন – বুধবার এবং বৃহস্পতিবার – পরিষেবা ব্যাহত হয়।