আল শাবাবের বিরুদ্ধে জয় নিয়ে সৌদি প্রো লিগের শীর্ষে উঠে এসেছে আল হিলাল

সৌদি দল আল হিলাল শুক্রবার আল শাবাবকে ২-০ গোলে হারিয়ে সৌদি প্রো লিগের শীর্ষে উঠেছে। আল হিলালের ব্রাজিলিয়ান তারকা নেইমার প্রথমার্ধে একটি পেনাল্টি মিস করেন, কিন্তু 68তম মিনিটে ডিফেন্ডার কালিদু কৌলিবালি একটি গোল করে দল্কে এগিয়ে রাখেন।

তারপর ৭৬তম মিনিটে আলেকসান্দার মিত্রোভিচের গোলে আল হিলাল তাদের ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন।

READ MORE:  Threatening Calls To KKR Player: KKR তারকাকে ফোন করে হুমকি! ভারতে না আসার হুঁশিয়ারি? ফাঁস হল সব | Varun Received Threat Calls

Scroll to Top