ইউনিক ক্যামেরা সেটআপ ও চমকানো লাইট সহ নতুন Tecno ফোন ভারতে লঞ্চ হচ্ছে

Tecno ভারতে Pova সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে‌। ব্র্যান্ডটি এক্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি টিজার শেয়ার করেছে। তবে ডিভাইসটির নাম সংস্থাটি নিশ্চিত করেনি। এক্স-এ শেয়ার করা টিজার ভিডিওতে স্মার্টফোনটির ক্যামেরা মডিউল দেখা গেছে।

ক্যামেরার চারপাশে জ্বলজ্বল করছে আলো

টিজার ভিডিও অনুযায়ী, Tecno Pova সিরিজের এই ফোন একটি অনন্য রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। টিজারে ত্রিভুজাকার আকৃতির আর্ক ইন্টারফেসে ট্রিপল ক্যামেরা লেআউট দেখা গেছে। ক্যামেরা মডিউলের চারপাশে থাকবে সাদা এলইডি লাইট।

READ MORE:  iPhone 15 এর থেকে এই কারণে ভালো হবে iPhone 16e, কেনার আগে অবশ্যই জানুন

এক্স প্ল্যাটফর্মে টেকনো ‘কামিং সুন’ হ্যাশট্যাগের সাথে ডিভাইসটি টিজ করেছে। যার ক্যাপশনে লেখা: ‘ফাইন্ড এ পোভা দ্যাট শাইনস ফার’। আশা করা যায় ফোনটি শীঘ্রই ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে। যদিও এটির জন্য ফ্লিপকার্ট বা অ্যামাজন, কেউই কোনো মাইক্রোসাইট লাইভ করেনি।

উল্লেখ্য, বর্তমানে পোভা সিরিজের দুটি স্মার্টফোন – টেকনো পোভা ৬ ৫জি এবং পোভা ৭ প্রো ৫জি নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে টেকনো পোভা ৬ ৫জি ব্লুটুথ এসআইজি, এফসিসি এবং গুগল প্লে কনসোল সাপোর্টেড ডিভাইসের লিস্টে ইতিমধ্যেই অন্তর্ভুক্ত হয়েছে। আর পোভা ৭ প্রো প্লাস ৫জি নিয়ে টিপস্টার পারস গুগলানি দাবি করেছেন যে এই স্মার্টফোনটি এখন বিকাশের পর্যায়ে রয়েছে। ফলে আশা করা যায়, এদের মধ্যে কোনো ফোন লঞ্চ হতে চলেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  ৫৬ শতাংশ ডিসকাউন্ট, জলের দরে Samsung Galaxy S23 ফোনের ২৫৬ জিবি স্টোরেজ মডেল | Samsung Galaxy S23 Discount Offer

Scroll to Top