ইউনিক ক্যামেরা সেটআপ ও চমকানো লাইট সহ নতুন Tecno ফোন ভারতে লঞ্চ হচ্ছে
Tecno ভারতে Pova সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ব্র্যান্ডটি এক্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি টিজার শেয়ার করেছে। তবে ডিভাইসটির নাম সংস্থাটি নিশ্চিত করেনি। এক্স-এ শেয়ার করা টিজার ভিডিওতে স্মার্টফোনটির ক্যামেরা মডিউল দেখা গেছে।
টিজার ভিডিও অনুযায়ী, Tecno Pova সিরিজের এই ফোন একটি অনন্য রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। টিজারে ত্রিভুজাকার আকৃতির আর্ক ইন্টারফেসে ট্রিপল ক্যামেরা লেআউট দেখা গেছে। ক্যামেরা মডিউলের চারপাশে থাকবে সাদা এলইডি লাইট।
এক্স প্ল্যাটফর্মে টেকনো ‘কামিং সুন’ হ্যাশট্যাগের সাথে ডিভাইসটি টিজ করেছে। যার ক্যাপশনে লেখা: ‘ফাইন্ড এ পোভা দ্যাট শাইনস ফার’। আশা করা যায় ফোনটি শীঘ্রই ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে। যদিও এটির জন্য ফ্লিপকার্ট বা অ্যামাজন, কেউই কোনো মাইক্রোসাইট লাইভ করেনি।
উল্লেখ্য, বর্তমানে পোভা সিরিজের দুটি স্মার্টফোন – টেকনো পোভা ৬ ৫জি এবং পোভা ৭ প্রো ৫জি নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে টেকনো পোভা ৬ ৫জি ব্লুটুথ এসআইজি, এফসিসি এবং গুগল প্লে কনসোল সাপোর্টেড ডিভাইসের লিস্টে ইতিমধ্যেই অন্তর্ভুক্ত হয়েছে। আর পোভা ৭ প্রো প্লাস ৫জি নিয়ে টিপস্টার পারস গুগলানি দাবি করেছেন যে এই স্মার্টফোনটি এখন বিকাশের পর্যায়ে রয়েছে। ফলে আশা করা যায়, এদের মধ্যে কোনো ফোন লঞ্চ হতে চলেছে।
শ্বেতা মিত্র, কলকাতা: নতুন বছরের শুরুতেই বড় রকমের সাফল্য পেল ইসরো (ISRO)। এখন সেইদিন হয়তো…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আপনি যদি শিক্ষকতা বা শিক্ষাক্ষেত্রে কেরিয়ার গড়তে চান তাহলে…
কখনও কখনও, ধনসম্পদ সোনা বা গয়না হয় না। চণ্ডীগড়ের বাসিন্দা রতন ধিলনের জন্য, এই ধনসম্পদ…
আইফোন এবং অ্যান্ড্রয়েড, উভয় ব্যবহারকারীদেরই সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI)।…
প্রীতি পোদ্দার, কলকাতা: আজ দোল উৎসবে। আকাশে বাতাসে আজ রঙিন আহ্লাদের আবহাওয়া। কিন্তু এর মাঝেই…
কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য দারুণ সুখবর। ২০২৫ সালের ১লা এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে ইউনিফায়েড…
This website uses cookies.