বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের মেট্রো পরিষেবা ইউরোপের দেশ গুলির থেকেও উন্নত! সম্প্রতি ভারত ভ্রমণে এসে এমন অভিজ্ঞতাই সঞ্চয় করেছেন জার্মান ভ্লগার অ্যালেক্স ওয়েলডার। ওই বিদেশি দিল্লি ও আগ্রার মেট্রো পরিষেবার প্রশংসা করে তাঁর একটি ভিডিওতে (Viral Video) জানিয়েছেন, ভারতের মেট্রো পরিষেবা, পশ্চিম ইউরোপের দেশগুলির থেকেও ভাল।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
ইউরোপের দেশগুলির থেকেও উন্নত ভারতের মেট্রো পরিষেবা?
অতি সম্প্রতি ভারত ভ্রমণে এসে দিল্লি ও আগ্রার মেট্রোতে যাত্রা করেছেন সুদূর জার্মানের বাসিন্দা অ্যালেক্স। শোনা যায়, এরপরই নাকি ভারতীয় পরিবহন ব্যবস্থা সম্পর্কে তাঁর ভুল ভেঙেছে। সমাজ মাধ্যমে, ভারতীয় মেট্রোর একটি ভিডিও শেয়ার করে অ্যালেক্স লিখেছেন, আমি সত্যিই জানতাম না দিল্লি এবং আগ্রার মতো শহরের মেট্রো পরিষেবা এতটা উন্নত।
ওই জার্মান নিবাসী তাঁর ভিডিওতে ভারতীয় মেট্রো ব্যবস্থার প্রশংসা করে লিখেছেন, ভারতের মেট্রো পরিষেবা পশ্চিম ইউরোপের থেকেও ভাল। যেই দৃশ্য ইতিমধ্যেই চাক্ষুষ করেছেন বহু নেট নাগরিক। অ্যালেক্স জানিয়েছেন, দিল্লি ও আগ্রার মেট্রো প্ল্যাটফর্ম গুলিতে ক্রিনের দরজা রয়েছে, ফোন চার্জ করার জন্য প্লাগ, মহিলা এবং বয়স্কদের জন্য আলাদা বসার আসনও রয়েছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
বিদেশীর বক্তব্য, ভারতে যে এত ধরনের সুবিধা পাওয়া যায় সে কথা তিনি আগে জানতেন না। অ্যালেক্স বলেন, মূলত দক্ষিণ কোরিয়া, জাপান ও চিনের মতো দেশগুলিতে তিনি মেট্রো পরিষেবায় এত উন্নতি দেখেছেন। মূলত বিদেশের সাথে তুলনা করে ভারতীয় মেট্রো ব্যবস্থার প্রশংসাই করেছেন ওই জার্মান ভ্লগার।
ভাইরাল ভিডিও
সম্প্রতি দিল্লির মাটিতে পা রেখে মেট্রোয় চেপে শহরের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছেন অ্যালেক্স। আর সেই দৃশ্যই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে ভারতীয় পরিবহন ব্যবস্থার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন জার্মানির ওই বাসিন্দা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ভারতের মেট্রো ব্যবস্থার এমন উন্নতি দেখে মাথায় হাত দিয়েছেন অ্যালেক্স।
অবশ্যই পড়ুন: অর্জুন পর্ব শেষ! এবার সাঙ্গাকারার প্রেমে মজেছেন মালাইকা? হইহই নেট পাড়ায়
সেই সাথেই ভিডিওটি শেষের দিকে, দিল্লি ও আগ্রার মেট্রো স্টেশন, মেট্রোর অন্দরমহল ও বাইরের দৃশ্য ধরা পড়েছে। জানিয়ে রাখি, সমাজ মাধ্যমে দাবানলের গতিতে ভাইরাল হওয়া ভিডিওটি ইতিমধ্যেই প্রায় 40 লাখ মানুষ দেখে ফেলেছেন। সেই সাথেই ভিডিওটিতে লাইক করেছেন প্রায় 1 লাখ 93 হাজার নেটিজেন।