ইজরায়েল হামাস যুদ্ধের কারনে বাজারে তৈরি হয়েছে অস্থিরতা, বিনিয়োগকারীরা হারালেন ৪ লক্ষ কোটি টাকা
ইজরাইলে হামাসের হামলার পর এবারে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে একটা যুদ্ধের পরিস্থিতি। তার প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে বাজারে। বিশ্বজুড়ে বাজারের পতন অব্যাহত এই যুদ্ধের কারণে। ভারতীয় সোমবার বিএসই সেন্সেক্স এবং বিএসই নিফটি বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে। বর্তমানে সেন্সাস ৫০০ পয়েন্টের পতনের সাথে কাজ করতে শুরু করেছে। অন্যদিকে নিফটি ১৯ হাজার ৫০০ এর কাছাকাছি চলে এসেছে, যেখানে কিছুদিন আগে কুড়ি হাজারের গণ্ডি টপকে গিয়েছিল নিফটি। শেয়ারের কথা বললে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন এবং সুজলনের শেয়ার পাঁচ শতাংশ কমেছে। অন্যদিকে VIX ১২ শতাংশ বৃদ্ধি রেকর্ড করেছে।
তথ্য অনুযায়ী বিনিয়োগকারীরা প্রায় চার লক্ষ কোটি টাকার ধাক্কা খেয়েছেন এই কয়েকদিনে। বোম্বে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপিটাল ৩১৬ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে। গত সেশনে ৩২০ লক্ষ কোটি টাকা ছিল এই মার্কেট ক্যাপিটাল। টাটা স্টিল, এসবিআই, এনটিপিসি, ইন্ডাসীন্ড ব্যাংক, এবং অন্যান্য কোম্পানির শেয়ারের দাম ব্যাপকভাবে পড়েছে। অন্যদিকে টিসিএস ইনফোসিস এবং এইচসিএল টেকনোলজিসের শেয়ারের দাম বেড়েছে। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শেয়ারের পতনের কারণে নিফটি শেয়ার ২.৫ শতাংশ কমেছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন ইজরাইলে হামাসের হামলার কারণে বিনিয়োগকারীরা অনেকটা ভীত হয়ে তাদের বিনিয়োগ প্রত্যাহার করতে শুরু করেছেন। বাজারে ব্যাপক অনিশ্চয়তা বিরাজ করছে এবং বর্তমানে অনেকেই বিনিয়োগ থেকে বিরত থাকছেন। কিন্তু তেল সরবরাহে বিশেষ কোন বাধা আসছে না এখনই। ভারত ইতিমধ্যেই এই তেল নিয়ে একটা নতুন নিয়ম জারি করেছে। গত কয়েকদিন ধরেই ক্রুড অয়েলের দাম বেড়েছে। তবে বর্তমানে ভারতের বাজার যে এর কারণে প্রভাবিত হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.