ইন্টারনেট ছাড়াই রাস্তা চিনিয়ে নিয়ে যাবে Google Maps, লোকেশন সেভ রাখার কৌশল জেনে নিন
গুগল ম্যাপস বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপগুলোর মধ্যে একটি। এই অ্যাপে একাধিক ফিচার যুক্ত আছে, যা ব্যবহারকারীদের অভিজ্ঞতা দুর্দান্ত করে তোলে। সাধারণত Google Maps ফোনে কাজ করার জন্য ইন্টারনেট প্রয়োজন। তবে ইন্টারনেট ছাড়াও গুগল ম্যাপস রাস্তা চিনিয়ে আপনাকে গন্তব্যে পৌঁছে দিতে পারে। এরজন্য আপনাকে একটি বিশেষ ফিচার ব্যবহার করতে হবে।
এই ফিচারের দ্বিতীয় সুবিধা হলো, আপনার পছন্দের জায়গায় পৌঁছাতে প্রতিবার ম্যাপে লোকেশন এন্ট্রি করার প্রয়োজন হবে না। এই প্রতিবেদনে, আমরা Google Maps অ্যাপে পছন্দের লোকেশন সেভ রাখার একটি সহজ উপায় সম্পর্কে বলবো, যারফলে ইন্টারনেট ছাড়াই বা দুর্বল ইন্টারনেট কানেক্টিভিটি থাকলেও সহজেই রাস্তা চিনে যাওয়া যাবে।
– আপনার অ্যান্ড্রয়েড এবং আইফোনে গুগল ম্যাপস খুলুন।
– গুগল ম্যাপে আপনি যে লোকেশন সেভ করতে চান তা খুলুন।
– আপনি লোকেশনের নীচে একটি সেভ বাটন দেখতে পাবেন। এটাতে ক্লিক করুন।
– এখন আপনি প্রাইভেট, ফেভারিট, ওয়ান্ট টু গো, ট্রাভেল প্ল্যান থেকে একটি অপশন বেছে নিতে পারবেন।
এভাবে আপনি গুগল ম্যাপে লোকেশন সেভ করতে পারবেন।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
This website uses cookies.