লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ইন্টারনেট ছাড়াই হবে ভিডিও কল থেকে লাইভ টিভি, HMD নিয়ে আসছে D2M প্রযুক্তি সহ ভবিষ্যতের স্মার্টফোন

Published on:

ভারতীয় মোবাইল ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দিতে চলেছে নোকিয়া ফোন নির্মাতা HMD। সংস্থাটি ঘোষণা করেছে যে তারা ফ্রি স্ট্রিম টেকনোলজিস (Free Stream Technologies) সহ একাধিক সংস্থার সঙ্গে চুক্তি করেছে Direct-to-Mobile (D2M) প্রযুক্তি সমর্থিত স্মার্টফোন লঞ্চ করার জন্য। এই নতুন প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইল ডেটা বা ওয়াই-ফাই কানেক্টিভিটি ছাড়াই OTT প্ল্যাটফর্ম, লাইভ টিভি, ভিডিও, অডিও এবং টেক্সট মেসেজের সুবিধা পাবেন।

READ MORE:  Vijay Sale: গল্প নয় সত্যি, এবার আইফোনের স্বপ্নপূরণ, জনপ্রিয় মডেলে প্রায় 15 হাজার টাকা ছাড় | iPhone 16 Pro Price Drop

ডাইরেক্ট-টু-হোম (D2M) প্রযুক্তির আনুষ্ঠানিক ঘোষণা হবে ১ মে থেকে ৪ মে পর্যন্ত মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত হতে চলা ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্ড এন্টারটেইনমেন্ট সামিট ২০২৫ (WAVES) ইভেন্টে।

HMD জানিয়েছে, D2M প্রযুক্তি সহ আসতে চলা এই স্মার্টফোনগুলি সম্পূর্ণভাবে ভারতে ডিজাইন এবং তৈরি করা হবে। আর এই ডিভাইসগুলির দামও খুব বেশি হবে না বলে সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে। আর ফোনগুলিতে ডাইরেক্ট-টু-মোবাইল সাপোর্টের জন্য ব্যবহার করা হবে তেজাস নেটওয়ার্ক-এর উন্নত প্রযুক্তি। উল্লেখ্য, প্রসার ভারতী, তেজাস নেটওয়ার্ক এবং IIT কানপুর-এর সহযোগিতায় ইতিমধ্যেই এই প্রযুক্তির সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে।

READ MORE:  Realme Narzo 80x 5G: পয়লা এপ্রিলেই বড় ঘোষণা, Realme Narzo সিরিজের নতুন ফোন আসছে, দাম জেনে নিন | Realme Narzo 80 Pro 5G India Launch

এবার সমগ্র ভারতে D2M প্রযুক্তির ট্রায়াল শুরু হবে। এর আগে দিল্লি, নয়ডা এবং বেঙ্গালুরুর মতো শহরে এই প্রযুক্তি পরীক্ষা করা হয়েছে। এবার দ্বিতীয় ধাপের দীর্ঘমেয়াদি ট্রায়াল শুরু হওয়ার অপেক্ষা। যদিও নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

ডাইরেক্ট-টু-মোবাইল বা D2M প্রযুক্তি মূলত ব্রডকাস্ট ও ব্রডব্যান্ডের সমন্বয়ে কাজ করে। এই প্রযুক্তির মাধ্যমে টিভি, খবর, খেলা, জরুরি সতর্কবার্তা এমনকি সফটওয়্যার আপডেটও ইন্টারনেট ছাড়াই সরাসরি মোবাইল ফোনে পাঠানো সম্ভব। এটি শুধু বিনোদনই নয়, জরুরি পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

READ MORE:  Oppo Find N5 Foldable Launched: ইতিহাস লিখল Oppo! বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করে গড়ল রেকর্ড | Oppo Find N5 Foldable Price

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.