ইন্টারনেট দুনিয়ায় বিপ্লব আনছে এলন মাস্ক! ভারতে চালু হচ্চে স্টারলিঙ্ক, খরচ কেমন হবে?

ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক (Starlink) এবার ভারতে চালু হতে চলেছে। ভারতের প্রত্যন্ত অঞ্চলের ইন্টারনেট সংযোগ উন্নত করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

অনেকেই হয়তো ভাবছেন, স্টারলিঙ্ক কি সত্যিই জিও এবং এয়ারটেলের মত টেলিকম সংস্থাগুলোকে টেক্কা দিতে পারবে? খরচই বা কত হবে? ইন্টারনেট স্পিড কেমন পাব? আজ আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এই প্রতিবেদনে আলোচনা করব।

স্টারলিঙ্ক ভারতে কবে চালু হচ্ছে?

সংবাদসূত্রের খবর অনুযায়ী, ভারতে স্টারলিঙ্ক পরিষেবা চালু করার জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন প্রায় নিশ্চিত। সরকারের শর্ত এবং নিয়ম মেনেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। এখন শুধু চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। অনুমোদন পাওয়া মাত্রই ভারতীয় বাজারে স্টারলিঙ্ক পরিষেবা শুরু হবে।

READ MORE:  রাজ্য সরকারের বড় ঘোষণা! রাজ্যে এইসব কর্মীদের বেতন বাড়ছে

বিশেষজ্ঞরা মনে করছে, ২০২৫ সালের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে স্টারলিঙ্ক পরিষেবা চালু হতে পারে। বিশেষ করে ভারতের গ্রামীণ এবং প্রত্যন্ত এলাকাগুলিতে এই পরিষেবা উচ্চগতির ইন্টারনেট আনতে চলেছে। 

জিও এবং এয়ারটেলের সঙ্গে চুক্তি 

ভারতের টেলিকম জগতের রিলায়েন্স জিও এবং এয়ারটেলের মধ্যে স্টারলিঙ্ক ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছে। জিও পরিকল্পনা করছে, যাতে তাদের ব্রডব্যান্ড পরিষেবার সঙ্গে স্টারলিঙ্ক যুক্ত করা যায়। অন্যদিকে এয়ারটেল চাইছে তাদের বিদ্যমান নেটওয়ার্কের মাধ্যমে স্টারলিঙ্ক ইন্টিগ্রেড করতে। 

এই দুই সংস্থা তাদের অনলাইন ও অফলাইন স্টোরে স্টারলিঙ্ক পরিষেবা বিক্রি করা শুরু করে দিয়েছে। এই চুক্তির ফলে ভারতীয় গ্রাহকরা আরও উন্নত এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে পারবে। 

READ MORE:  শিক্ষার্থীদের জন্য চালু হল Apaar ID, এটি না করলেই বিপদে পড়তে হবে

ইন্টারনেট স্পিড কেমন হবে?

স্টারলিঙ্ক ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে তার পরিষেবা চালু করে দিয়েছে এবং প্রতি সেকেন্ডে ২৫ থেকে ১০০ এমবিপিএস স্পিড দিতে সক্ষম।

  • ভুটানে ৩০০০/- টাকায় ২৩ থেকে ১০০ এমবিপিএস স্পিড পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই। 
  • মালয়েশিয়ায় ৩৮০০/- টাকায় ২৫ থেকে ১০০ এমবিপিএস স্পিড পাওয়া যাচ্ছে। 
  • তবে অস্ট্রেলিয়ায় ৭৮০০/- টাকায় ২০০ এমবিপিএস+ স্পিড পাওয়া যাচ্ছে।

আশা করা যাচ্ছে ভারতে প্রাথমিক প্ল্যানে ২৫ থেকে ১০০ এমবিপিএস স্পিড পাওয়া যেতে পারে, যা দেশের সাধারণ ব্রডব্যান্ড পরিষেবার তুলনায় অনেক বেশি কার্যকর হবে। 

খরচ কেমন হবে?

বিশ্বের বিভিন্ন দেশে স্টারলিঙ্ক পরিষেবার খরচ ভিন্ন ভিন্ন। তবে ভারতের প্রাথমিক প্ল্যানে সম্ভাব্য খরচ হতে পারে ৪২০০/- টাকা প্রতি মাসে। অন্যান্য দেশের দিকে যদি আমরা তাকাই, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে খরচ হচ্ছে ৭০০০/- টাকা প্রতি মাসে, ভুটানে খরচ হচ্ছে ৩,০০০/- টাকা প্রতি মাসে, জাম্বিয়াই খরচ হচ্ছে ২০০০/- টাকা প্রতি মাসে এবং অস্ট্রিয়ায় খরচ হচ্ছে ৪৭০০/- টাকায় প্রতি মাসে। 

READ MORE:  Unified Pension Scheme: ৪৫,০০০ বেসিক স্যালারি হলে নয়া পেনশন সিস্টেমে মিলবে কত? দেখে নিন হিসেব | Unified Pension Scheme Calculation for Rs 45000 Basic pay with 53 Percent DA

ভারতের এই পরিষেবা বহু মানুষ ব্যবহার করতে পারবে কিনা তা নির্ভর করবে খরচের উপরে। তবে প্রত্যন্ত এলাকায় উচ্চগতির ইন্টারনেট পরিষেবা প্রদান করতে স্টারলিঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারতীয় ইন্টারনেট ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চলেছে স্টারলিঙ্ক। খরচ একটু বেশি হলেও এর স্পিড এবং সুবিধা তুলনামূলকভাবে উন্নত।

Scroll to Top