লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ইলন মাস্কের নয়া চমক, ডিপসিক, জেমিনি, চ্যাটজিপিটিকে টেক্কা দিতে আনল Grok-3 AI | Elon Musk Launches Grok-3 AI

Published on:

এআই চ্যাটবটের দৌড়ে এগিয়ে থাকতে চাইছেন ইলন মাস্ক। সেই লক্ষ্যে নিজের এআই চ্যাটবট Grok-3 লঞ্চ করলেন এদিন, যা সরাসরি টক্কর দেবে গুগল জেমিনি, চীনের ডিপসিক এবং ওপেনএআইয়ের চ্যাটজিপিটিকে। ইলন মাস্কের এআই কোম্পানি, xAI, আনুষ্ঠানিকভাবে সবচেয়ে শক্তিশালী এআই চ্যাটবট প্রকাশ করেছে।

এদিন একটি লাইভ-স্ট্রিমড ডেমো ইভেন্টের সময়, ইলন মাস্ক বলেন, “আমরা গ্রোক-৩ উপস্থাপন করতে পেরে খুবই উত্তেজিত, যা আমাদের মনে হয়, খুব অল্প সময়ের মধ্যে গ্রোক-২ এর চেয়েও বেশি সক্ষম।” প্রায় এক লাখ দর্শকের উপস্থিতিতে, মাস্ক xAI টিমের প্রচেষ্টার প্রশংসাও করেছেন। এআই উন্নয়নে দ্রুত অগ্রগতি অর্জনের জন্য তাদের “অবিশ্বাস্য” বলে অভিহিত করেছেন তিনি।

READ MORE:  Jio Starlink: ভারতে ঝড় উঠবে ইন্টারনেট পরিষেবায়, হাত মেলাল Jio-Starlink | Mukesh Ambani, Elon Musk

গ্রোক-৩ বনাম অন্যান্য এআই

জানা গিয়েছে, xAI বেঞ্চমার্ক-এর উপর ভিত্তি করে আনা হয়েছে এটি। Grok-3 বিজ্ঞান, কোডিং এবং গণিতের মতো ক্ষেত্রে গুগলের জেমিনি ২ প্রো, ডিপসিক ৩ এবং ওপেনএআইয়ের GPT-4o-এর মতো শীর্ষ এআই মডেলগুলিকে ছাড়িয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে।

মাস্ক রবার্ট হেইনলেইনের উপন্যাস “স্ট্রেঞ্জার ইন আ স্ট্রেঞ্জ ল্যান্ড” এর সঙ্গে সম্পর্ক রয়েছে Grok নামের অর্থের। ইলন মাস্ক বলেছেন যে “গ্রোক মানে কোনও কিছু সম্পূর্ণ এবং গভীরভাবে বোঝা,” চ্যাটবটের গভীর বোধগম্যতা এবং সহানুভূতির উপর জোর দেয় এটি।

READ MORE:  WhatsApp এ পাবেন চ্যাটজিপিটি ফিচার, ইমেজ ও ভয়েস রের্কড পাঠিয়েও কথা বলা যাবে

গ্রোক-৩ কতটা শক্তিশালী?

ইলন মাস্কের দাবি, আগের মডেলের থেকে ১০ গুণ বেশি শক্তিশালী গ্রোক-৩। গ্রোক-৩ তার পূর্বসূরীর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি শক্তিশালী এটি। গ্রোক-২ এর কম্পিউটিং ক্ষমতার ১০ গুণেরও বেশি। কোম্পানির তরফে জানানো হয়েছে, নতুন মডেলটি ২০২৫ সালের জানুয়ারির প্রথম দিকে প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং দিন দিন আরও উন্নত হচ্ছে। মাস্ক আরও দাবি করেছেন, “২৪ ঘন্টার মধ্যে, আপনি আরও উন্নতি দেখতে পাবেন।”

READ MORE:  উঠে যাচ্ছে বাধা, ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছে Starlink

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.