লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ইলেকট্রিক না পেট্রল বাইক, কোনটা ভালো

Published on:

ব্যাটারি চালিত দু’চাকা গাড়ির মধ্যে সংখ্যায় বেশি স্কুটার। তবে শীঘ্রই বাজারে ইলেকট্রিক বাইক ভরিয়ে দেওয়ার লক্ষ্য ময়দানে নেমেছে ওলা। চলে এসেছে Ola Roadster X ইলেকট্রিক বাইক। এটি কোম্পানির প্রথম মোটরসাইকেল। তবে এই বাইক কি পেট্রল চালিত বাইক যেমন Honda Shine 125 কে টক্কর দিতে পারবে? আসুন বিশ্লেষণ করা যাক।

Ola Roadster X বনাম Honda Shine 125 : দাম

Ola Roadster X ইলেকট্রিক বাইকের দাম ৭৫,০০০ টাকা থেকে ৯৫,০০০ টাকা (এক্স-শোরুম)। সম্প্রতি এর দাম বাড়িয়ে ৯০ হাজার টাকা থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা করা হয়েছে। এই বাইকে তিন ধরনের ব্যাটারি প্যাক রয়েছে – ২.৫ কিলোওয়াট আওয়ার, ৩.৫ কিলোওয়াট আওয়ার এবং ৪.৫ কিলোওয়াট আওয়ার। বেস মডেলের দাম ৯০,০০০ টাকা এবং টপ মডেলের দাম ১.১০ লাখ টাকা।

READ MORE:  রোডে নামছে রোডস্টার এক্স, ওলার নতুন চমক দেখে চমকে যাবেন, এক চার্জে চলবে ২৫২ কিমি

অন্যদিকে, কয়েকদিন আগেই Honda Shine 125-এর আপডেটেড ভার্সন লঞ্চ হয়েছে। নতুন ফিচার্স যুক্ত হওয়ার পাশাপাশি ইঞ্জিনে আপডেট এসেছে। পেট্রল চালিত এই জনপ্রিয় কমিউটার মোটরসাইকেল ড্রাম এবং ডিস্ক ভ্যারিয়েন্টে উপলব্ধ। দাম যথাক্রমে ৮৪,৪৯৩ টাকা ও এবং ৮৯,২৪৫ টাকা (এক্স-শোরুম)।

Ola Roadster X বনাম Honda Shine 125 : স্পেসিফিকেশন

ওলা রোডস্টার এক্স বাইকে ৭ কিলোওয়াট ইলেকট্রিক মোটর রয়েছে। বেস মডেলের সর্বোচ্চ গতি ১০৫ কিমি প্রতি ঘণ্টা। ফুল চার্জে রেঞ্জ ১১৭ কিলোমিটার। মাঝারি মডেলের সর্বোচ্চ গতি ১১৭ কিমি প্রতি ঘণ্টা এবং ফুল চার্জে রেঞ্জ ১৫৯ কিলোমিটার। টপ মডেলের ফুল চার্জে রেঞ্জ ২০০ কিলোমিটার এবং সর্বোচ্চ গতি ১২৪ কিমি প্রতি ঘণ্টা।

READ MORE:  চাপে হিরো-বাজাজ, দুর্ধর্ষ বাইক নিয়ে ভারতে ব্যবসা করতে ফিরছে চীনের বিখ্যাত কোম্পানি

কেন্দ্রীয় সরকারের OBD2B নিয়ম মেনে বাইকটির নতুন সংস্করণে ইঞ্জিন আপডেট করেছে কোম্পানি। এতে পাওয়া যাবে ১২৩.৯৪ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার পিজিএম-ফুয়েল ইঞ্জেকশন প্রযুক্তির ইঞ্জিন, যা ৭৫০০ আরপিএম-এ সর্বোচ্চ ১০.৬ হর্সপাওয়ার এবং ৬০০০ আরপিএম-এ সর্বাধিক ১১ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। আইডলিং স্টপ-স্টার্ট সিস্টেমের উপস্থিতির কারণে অতিরিক্ত মাইলেজ মিলবে।

READ MORE:  স্কুটারের পর বাইকের জগতেও ইলেকট্রিক বিপ্লব আনতে চলেছে Ola
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.