ইলেকট্রিক না পেট্রল বাইক, কোনটা ভালো
ব্যাটারি চালিত দু’চাকা গাড়ির মধ্যে সংখ্যায় বেশি স্কুটার। তবে শীঘ্রই বাজারে ইলেকট্রিক বাইক ভরিয়ে দেওয়ার লক্ষ্য ময়দানে নেমেছে ওলা। চলে এসেছে Ola Roadster X ইলেকট্রিক বাইক। এটি কোম্পানির প্রথম মোটরসাইকেল। তবে এই বাইক কি পেট্রল চালিত বাইক যেমন Honda Shine 125 কে টক্কর দিতে পারবে? আসুন বিশ্লেষণ করা যাক।
Ola Roadster X ইলেকট্রিক বাইকের দাম ৭৫,০০০ টাকা থেকে ৯৫,০০০ টাকা (এক্স-শোরুম)। সম্প্রতি এর দাম বাড়িয়ে ৯০ হাজার টাকা থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা করা হয়েছে। এই বাইকে তিন ধরনের ব্যাটারি প্যাক রয়েছে – ২.৫ কিলোওয়াট আওয়ার, ৩.৫ কিলোওয়াট আওয়ার এবং ৪.৫ কিলোওয়াট আওয়ার। বেস মডেলের দাম ৯০,০০০ টাকা এবং টপ মডেলের দাম ১.১০ লাখ টাকা।
অন্যদিকে, কয়েকদিন আগেই Honda Shine 125-এর আপডেটেড ভার্সন লঞ্চ হয়েছে। নতুন ফিচার্স যুক্ত হওয়ার পাশাপাশি ইঞ্জিনে আপডেট এসেছে। পেট্রল চালিত এই জনপ্রিয় কমিউটার মোটরসাইকেল ড্রাম এবং ডিস্ক ভ্যারিয়েন্টে উপলব্ধ। দাম যথাক্রমে ৮৪,৪৯৩ টাকা ও এবং ৮৯,২৪৫ টাকা (এক্স-শোরুম)।
ওলা রোডস্টার এক্স বাইকে ৭ কিলোওয়াট ইলেকট্রিক মোটর রয়েছে। বেস মডেলের সর্বোচ্চ গতি ১০৫ কিমি প্রতি ঘণ্টা। ফুল চার্জে রেঞ্জ ১১৭ কিলোমিটার। মাঝারি মডেলের সর্বোচ্চ গতি ১১৭ কিমি প্রতি ঘণ্টা এবং ফুল চার্জে রেঞ্জ ১৫৯ কিলোমিটার। টপ মডেলের ফুল চার্জে রেঞ্জ ২০০ কিলোমিটার এবং সর্বোচ্চ গতি ১২৪ কিমি প্রতি ঘণ্টা।
কেন্দ্রীয় সরকারের OBD2B নিয়ম মেনে বাইকটির নতুন সংস্করণে ইঞ্জিন আপডেট করেছে কোম্পানি। এতে পাওয়া যাবে ১২৩.৯৪ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার পিজিএম-ফুয়েল ইঞ্জেকশন প্রযুক্তির ইঞ্জিন, যা ৭৫০০ আরপিএম-এ সর্বোচ্চ ১০.৬ হর্সপাওয়ার এবং ৬০০০ আরপিএম-এ সর্বাধিক ১১ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। আইডলিং স্টপ-স্টার্ট সিস্টেমের উপস্থিতির কারণে অতিরিক্ত মাইলেজ মিলবে।
বৈদ্যুতিক যানবাহন সম্পর্কে মানুষকে সচেতন করতে বিশ্ব ইভি দিবস পালিত হয়। সেই উপলক্ষে দেশীয় বৈদ্যুতিক…
শ্বেতা মিত্র, কলকাতা: বাংলায় রেকর্ড হারে বেড়েছে পর্যটকদের সংখ্যা (West Bengal Tourism)। ২০২৪ সালে বাংলায়…
প্রীতি পোদ্দার, কলকাতা: মার্চ মাসের শুরুতেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা যেন পাল্লা দিয়ে বাড়ছে। সূর্য মধ্য গগনের…
জুন মাস থেকে পাইপের মাধ্যমে ঘরে ঘরে গ্যাস (Pipeline Gas) পৌঁছাবে। বাংলার মানুষের জন্য দুর্দান্ত…
ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে চার্জিংয়ের সময় কমানোর জন্য ইতিমধ্যে গবেষণা শুরু করেছে একাধিক সংস্থা। পেট্রল বা…
আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট হোল্ডার হন এবং ব্যাঙ্কিংয়ের প্রয়োজনে SBI মোবাইল ব্যাঙ্কিং…
This website uses cookies.