ইলেকট্রিক বাইক এবং স্কুটারের দাম কমাল জনপ্রিয় সংস্থা, মাত্র ৫০ হাজারে নতুন মডেল

OPG Mobility যার পূর্ব নাম Okaya EV, সম্প্রতি তাদের Ferrato ব্র্যান্ডের ইলেকট্রিক টু-হুইলারগুলির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই Ferrato ব্র্যান্ডের অধীনে ইলেকট্রিক স্কুটার এবং ইলেকট্রিক বাইক উভয়ই বিক্রি করে কোম্পানিটি। যার মধ্যে জনপ্রিয় মডেল হিসেবে রয়েছে MotoFaast, Faast F3 ইলেকট্রিক স্কুটার এবং Disruptor ইলেকট্রিক বাইক।

দাম কমল ইলেকট্রিক বাইক ও স্কুটারের

Faast F4 মডেলের দাম কমে হয়েছে ১.১০ লাখ টাকা। Faast F2T এবং F2B এর দাম কমে হয়েছে ৮৯,৯৯৯ টাকা। Fasst F2F এর বর্তমান দাম ৮০,০০০ টাকা। OPG Mobility সবথেকে কম দামে যে ইলেকট্রিক স্কুটার বিক্রি করে, Freedum LA তার দাম এখন ৫০,০০০ টাকা। আরও এক স্কুটার Freedum LI এর দাম ৭০,০০০ টাকা এবং Classiq এর দাম কমে হয়েছে ৬০,০০০ টাকা।

READ MORE:  ডিজাইন-ফিচার্স চমকে দেবে, সরস্বতী পুজোর আগে লঞ্চ হল Honda City Apex এডিশন

Disruptor ইলেকট্রিক বাইকটি কিনতে বর্তমানে খরচ হবে ১.৫৫ লাখ টাকা। অন্যদিকে, MotoFaast মডেটিরর দাম কমে হয়েছে ১.৩৪ লাখ টাকা। দাম হ্রাসের পর সংস্থার আরেকটি জনপ্রিয় স্কুটার Faast F3 কিনতে ১.০৫ লাখ টাকা খরচ পড়বে। উল্লেখ্য, এই দামগুলি সমস্ত এক্স-শোরুমের।। অর্থাৎ অন-রোড ধরলে আরও ১০-২০ হাজার অতিরিক্ত খরচ হবে।

Ferrato Defy 22 ইলেকট্রিক দু’চাকা

সম্প্রতি নতুন ইলেকট্রিক টু-হুইলার লঞ্চ করেছে কোম্পানি, যার নাম Ferrato Defy 22। এটির দাম ১ লক্ষ টাকা (এক্স-শোরুম)। সর্বোচ্চ গতি ৭০ কিমি প্রতি ঘণ্টা। সিঙ্গেল চার্জে রেঞ্জ দিতে পারে ৮০ কিলোমিটার। ১২০০ ওয়াট ক্ষমতার ইলেকট্রিক মোটর এবং ৭২ ভোল্ট ৩০ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি প্যাক রয়েছে এতে। অন্যদিকে, Ferrato Disruptor বাইকের রেঞ্জ ফুল চার্জে ১২৯ কিলোমিটার। এই বাইকের সর্বোচ্চ গতি ৯৫ কিমি প্রতি ঘণ্টা। কোম্পানির দাবি, এটি ০-১০০% চার্জ হতে সময় নেয় ৫ ঘণ্টা।

READ MORE:  সস্তার এই ইলেকট্রিক স্কুটারের দাম জানলে চমকে যাবেন!

Scroll to Top