ইলেকট্রিক বাইক এবং স্কুটারের দাম কমাল জনপ্রিয় সংস্থা, মাত্র ৫০ হাজারে নতুন মডেল
OPG Mobility যার পূর্ব নাম Okaya EV, সম্প্রতি তাদের Ferrato ব্র্যান্ডের ইলেকট্রিক টু-হুইলারগুলির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই Ferrato ব্র্যান্ডের অধীনে ইলেকট্রিক স্কুটার এবং ইলেকট্রিক বাইক উভয়ই বিক্রি করে কোম্পানিটি। যার মধ্যে জনপ্রিয় মডেল হিসেবে রয়েছে MotoFaast, Faast F3 ইলেকট্রিক স্কুটার এবং Disruptor ইলেকট্রিক বাইক।
Faast F4 মডেলের দাম কমে হয়েছে ১.১০ লাখ টাকা। Faast F2T এবং F2B এর দাম কমে হয়েছে ৮৯,৯৯৯ টাকা। Fasst F2F এর বর্তমান দাম ৮০,০০০ টাকা। OPG Mobility সবথেকে কম দামে যে ইলেকট্রিক স্কুটার বিক্রি করে, Freedum LA তার দাম এখন ৫০,০০০ টাকা। আরও এক স্কুটার Freedum LI এর দাম ৭০,০০০ টাকা এবং Classiq এর দাম কমে হয়েছে ৬০,০০০ টাকা।
Disruptor ইলেকট্রিক বাইকটি কিনতে বর্তমানে খরচ হবে ১.৫৫ লাখ টাকা। অন্যদিকে, MotoFaast মডেটিরর দাম কমে হয়েছে ১.৩৪ লাখ টাকা। দাম হ্রাসের পর সংস্থার আরেকটি জনপ্রিয় স্কুটার Faast F3 কিনতে ১.০৫ লাখ টাকা খরচ পড়বে। উল্লেখ্য, এই দামগুলি সমস্ত এক্স-শোরুমের।। অর্থাৎ অন-রোড ধরলে আরও ১০-২০ হাজার অতিরিক্ত খরচ হবে।
সম্প্রতি নতুন ইলেকট্রিক টু-হুইলার লঞ্চ করেছে কোম্পানি, যার নাম Ferrato Defy 22। এটির দাম ১ লক্ষ টাকা (এক্স-শোরুম)। সর্বোচ্চ গতি ৭০ কিমি প্রতি ঘণ্টা। সিঙ্গেল চার্জে রেঞ্জ দিতে পারে ৮০ কিলোমিটার। ১২০০ ওয়াট ক্ষমতার ইলেকট্রিক মোটর এবং ৭২ ভোল্ট ৩০ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি প্যাক রয়েছে এতে। অন্যদিকে, Ferrato Disruptor বাইকের রেঞ্জ ফুল চার্জে ১২৯ কিলোমিটার। এই বাইকের সর্বোচ্চ গতি ৯৫ কিমি প্রতি ঘণ্টা। কোম্পানির দাবি, এটি ০-১০০% চার্জ হতে সময় নেয় ৫ ঘণ্টা।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.