লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ই-শ্রম কার্ড থাকলেই প্রতি মাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র, এভাবে আবেদন করুন

Published on:

কেন্দ্র সরকারের উদ্যোগে দেশের অসংগঠিত শ্রমিকদের জন্য চালু করা হয়েছে ই-শ্রম কার্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল, শ্রমিকদের আর্থিক সুরক্ষা দেওয়া এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করা। ই-শ্রম কার্ডের মাধ্যমে শ্রমিকরা পেনশন, দুর্ঘটনা বীমা এবং আরও অনেক রকম সুবিধা পেয়ে থাকেন। ইতিমধ্যেই দেশের প্রায় ২০ কোটি শ্রমিক এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছেন।

ই-শ্রম কার্ডের মূল উদ্দেশ্য

ই-শ্রম কার্ড হল একটি ডাটাবেস, যা শ্রম মন্ত্রণালয় পরিচালনা করে থাকে। এটি দেশের অসংগঠিত শ্রমিকদের জন্য তৈরি একটি বিশেষ প্রকল্প। এই কার্ডধারীরা ভবিষ্যতে মাসিক পেনশন সহ অন্যান্য সুবিধা পাবেন। ই-শ্রম কার্ডের মাধ্যমে-

  • শ্রমিকদের আর্থিক এবং সামাজিক সুরক্ষা প্রদান করা হয়।
  • সরকারি কল্যাণমূলক প্রকল্পে সরাসরি এক্সেস দেওয়া হয়। 
  • একক পরিচয়পত্র হিসাবে একাধিক সুযোগ-সুবিধা দেওয়া হয়।
READ MORE:  Provident Fund: ৬০ বছর পর আপনার PF অ্যাকাউন্ট থেকে কত টাকা পেনশন পাবেন? সহজ হিসেব বুঝুন | EPFO Pension Calculator

ই-শ্রম কার্ডের সুবিধাগুলি

ই-শ্রম কার্ডের মাধ্যমে যে সুবিধাগুলি প্রদান করা হয় সেগুলি হল-

  • ৬০ বছর বয়সের পর ই-শ্রম কার্ডধারীরা প্রতি মাসে ৩০০০/- টাকা পেনশন পান।
  • দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবার ২ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পায়। 
  • আংশিক অঙ্গহানীর জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়।
  • এছাড়া গৃহহীন শ্রমিকদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হয়। 
  • মাতৃত্বকালীন সময়ে অর্থাৎ, গর্ভবতী নারীদের বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়। 
  • কার্ডধারীদের সন্তানের পড়াশোনার জন্য সরকার আর্থিক সাহায্য প্রদান করে।
READ MORE:  PF Money: কবে থেকে UPI, ATM-র মাধ্যমে তোলা যাবে PF-র টাকা? জানিয়ে দিল কেন্দ্র | EPFO To Enable PF Withdrawals Via UPI, ATM By May-end, Says Labour Ministry Secretary

ই-শ্রম কার্ডের জন্য যোগ্যতা

ই-শ্রম কার্ডে আবেদন করতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করতে হয়। সেগুলি হল-

  • আবেদনকারীর বয়স 16 থেকে 59 বছরের মধ্যে হতে হবে।
  • আয়ের নির্দিষ্ট উৎস নেয়, এমন শ্রমিকরা ই-শ্রম কার্ডের জন্য যোগ্য।
  • আয়করদতা এবং EPFO/ESIC সদস্যরা ই-শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারেনা।

আবেদন পদ্ধতি

ই-শ্রম কার্ডের জন্যে সহজে অনলাইনে আবেদন করা যায়। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • সর্বপ্রথম ই-শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। 
  • এরপর মোবাইল নাম্বার ও ওটিপি যাচাই করুন।
  • এরপর নিজের ব্যক্তিগত সমস্ত তথ্য এবং ব্যাংকের বিবরণ দিন।
  • আবেদন জমা দেওয়ার পর তা চেক করুন। 
READ MORE:  Indian Stock: ৫০ হাজার রাখলেই ২ কোটি! ২ বছরে বিরাট রিটার্ন দিয়েছে এই স্টক, বিনিয়োগ করেছেন? | Sri Adhikari Brothers Television Network Ltd

প্রয়োজনীয় ডকুমেন্ট

ই-শ্রম কার্ডে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয় সেগুলি হল-

  • আধার কার্ড,
  • প্যান কার্ড, 
  • ব্যাংক একাউন্টের ডিটেলস, 
  • আধার কার্ড লিঙ্ক করা এমন মোবাইল নাম্বার। 

ই-শ্রম কার্ড দেশের অসংগঠিত শ্রমিকদের জন্য একটি বড় পদক্ষেপ। এর মাধ্যমে শ্রমিকরা আর্থিকভাবে সুরক্ষা পান এবং ভবিষ্যতের জন্য নিশ্চিত থাকতে পারেন। তাই আজই ই-শ্রম কার্ডের জন্য আবেদন করুন এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.