Categories: চাকরি

উচ্চ মাধ্যমিক পাসে CSIR-এ প্রচুর শূন্যপদে নিয়োগ

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি ভালো বেতনের একটি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। সম্প্রতি কেন্দ্রীয় সড়ক গবেষণা ইনস্টিটিউটের তরফ থেকে প্রচুর শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার নিয়োগের বিজ্ঞপ্তি (CSIR Recruitment 2025) জারি হয়েছে। যেখানে উচ্চ মাধ্যমিক পাস করলেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। শুধু তাই নয়, এখানে শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। পাশাপাশি ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কোন পদে কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত প্রয়োজন, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে ইত্যাদি তথ্যগুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। 

পদ এবং শূন্যপদের বিবরণ | CSIR Recruitment 2025 |

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে Junior Secretariat Assistant এবং Junior Stenographer পদে নিয়োগ করা হবে। শূন্যপদ সম্পর্কে আলোচনা করলে এখানে মোট ২০৯টি শূন্যপদ পাওয়া যাবে। যেখানে Junior Secretariat Assistant পদের মধ্যে General বিভাগে ৯৪টি, Finance & Accounts বিভাগে ৪৪টি এবং Store & Purchase বিভাগে ৩৯টি শূন্যপদ থাকছে। পাশাপাশি Junior Stenographer পদে ৩২টি শূন্যপদ রয়েছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে এই পদগুলিতে পদে আবেদন করতে গেলে চাকরিপ্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স সীমা কত প্রয়োজন?

বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে Junior Secretariat Assistant পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স লাগবে ২৮ বছর এবং Junior Stenographer পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স লাগবে ২৭ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।

বেতন কাঠামো

কেন্দ্র সরকারের চাকরি হওয়ায় শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। যেমনটা জানা যাচ্ছে, Junior Secretariat Assistant পদে চাকরি পেলে প্রতি মাসে ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তবে Junior Stenographer পদে বেতন আরো বেশি। এই পদে চাকরি পেলে প্রতি মাসে ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা বেতন দেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন?

যারা এই পদগুলিতে আবেদন করতে চান তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

১) প্রথমে CSIR-CRRI এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।

২) এরপর “CRRI Recruitment 2025” লিঙ্কে ক্লিক করুন। 

৩) নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। 

৪) এরপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন। 

৫) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন। 

৬) এরপর আবেদন ফি পরিশোধ করুন। 

৭) এরপর আবেদন জমা দিন এবং কনফার্মেশন কপি ডাউনলোড করে রাখুন। 

জানিয়ে রাখি, এখানে জেনারেল, OBC এবং EWS প্রার্থীরা আবেদন করতে চাইলে ৫০০/- টাকা আবেদন ফি দিতে হবে। তবে SC, ST, PwBD বা মহিলা প্রার্থীদের জন্য কোনরকম আবেদন ফি লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে অনলাইনে আবেদন শুরু হচ্ছে ২২শে মার্চ, ২০২৫ থেকে এবং আবেদন চলবে ২১শে এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত।

নিয়োগ প্রক্রিয়া

এই পদগুলিতে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং দক্ষতা পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। দক্ষতা পরীক্ষা হিসাবে এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে।

অফিসিয়াল ওয়েবসাইট- CSIR Official Website

অফিসিয়াল নোটিশ- CSIR Official Notification

Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.

Recent Posts

Vivo T4 5G Specifications: ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আসছে Vivo T4 5G, থাকবে ৭৩০০ mAh বড় ব্যাটারি | Vivo T4 5G Price in India

Vivo T4 5G এর মূল্য ২০,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে। সুমন পাত্র,…

4 minutes ago

এপ্রিলেই সেরা ফিচার্স সহ আসছে Motorola Edge 60 Fusion, দাম কত হবে জেনে রাখুন | Motorola Edge 60 Fusion India Launch Date

মটোরোলা এজ ৬০ ফিউশন ২রা এপ্রিল দুপুর ১২টায় ভারতে অফিসিয়ালি লঞ্চ হবে। স্মার্টফোনটি ফ্লিপকার্ট এবং মটোরোলা ইন্ডিয়া ই-স্টোরের মাধ্যমে…

44 minutes ago

Redmi A5 4G Specifications: বাংলাদেশে ঝড় তুলে Redmi A5 এবার পা রাখছে ইউরোপে, সস্তায় এটাই সেরা ফোন? | Redmi A5 4G Price

Redmi A5 4G বাংলাদেশের পর এবার ইউরোপের বাজারে আসছে। লঞ্চের আগেই ফাঁস দাম, ছবি ও…

1 hour ago

Weather Today: ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের ৩ জেলায়, সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ! আজকের আবহাওয়া | Rain In 3 Districts Of South Bengal Weather Today

শ্বেতা মিত্র, কলকাতা: স্বস্তির দিন শেষ, ফের একবার বাড়তে চলেছে বাংলার তাপমাত্রা। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলির…

3 hours ago

Sony Xperia 10 VII Feature: Sony Xperia 10 সিরিজের ইতিহাসে প্রথমবার এমন ফিচার্সের সঙ্গে স্মার্টফোন বাজারে আসছে | Sony Xperia 10 VII 120hz OLED Display

Sony Xperia 10 সিরিজের ইতিহাসে প্রথমবার ১২০ হার্টজ OLED ডিসপ্লের সাথে আসতে চলেছে Xperia 10…

7 hours ago