উঠে যাচ্ছে বাধা, ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছে Starlink
দেশজুড়ে স্যাটেলাইট ভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবা দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি শুরু করেছে স্টারলিংক। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে কোম্পানি। ইতিমধ্যে ভারতীয় জাতীয় মহাকাশ প্রচার ও অনুমোদন কেন্দ্র (IN-SPACE)-এর কাছে প্রয়োজনীয় বিবরণ জমা দিয়েছে স্টারলিংক। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, অনুমোদনের দ্বারপ্রান্তে রয়েছে এই কোম্পানি।
গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন বাই স্যাটেলাইট (GMPCS) লাইসেন্স এবং কার্যক্রম শুরু করার আগে টেলিযোগাযোগ বিভাগের (DoT) থেকে সংশ্লিষ্ট স্পেকট্রাম বরাদ্দের প্রয়োজন হয়। জানা গিয়েছে, স্টারলিংক মূল আইনে রাজি হলেও, আন্তর্জাতিক সীমান্তের কাছে পর্যবেক্ষণ অঞ্চল স্থাপনের মতো কিছু শর্ত এখনও আলোচনার অধীনে রয়েছে।
একটি সূত্রের বরাত দিয়ে ইটির প্রতিবেদনে বলা হয়েছে যে, “স্টারলিংক ভারতে তার নেটওয়ার্ক নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করতেও সম্মত হয়েছে এবং তারা ভারতের সাথে স্থল সীমান্ত ভাগ করে নেওয়া দেশগুলির গেটওয়ের মাধ্যমে ডেটা রাউটিং করবে না।”
ভারতের স্থলসীমান্ত দেশগুলিতে মাস্কের কোম্পানির বর্তমানে কোনও প্রবেশপথ নেই। তবে কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছে যে, ভবিষ্যতে যদি তারা সেখানে প্রবেশপথ স্থাপন করে, তাহলে ভারত-উত্পাদিত ডেটা তাদের মাধ্যমে পাঠানো হবে না। এছাড়াও, ভারতের সার্বভৌম ভূখণ্ডের বাইরের টার্মিনালগুলি পর্যবেক্ষণ করতে অস্বীকৃতি জানিয়েছে স্টারলিংক, এই শর্তটি বর্তমানে সরকারি পর্যালোচনার অধীনে রয়েছে।
আরও একটি জটিলতা রয়েছে বলে জানা গিয়েছে। ভারতের আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পর্যবেক্ষণ অঞ্চল স্থাপন এবং জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কিছু নির্দিষ্ট এলাকা-সহ সারা দেশে পরিষেবা প্রদানে এখনও সম্মত হয়নি স্টারলিংক। স্টারলিংক সরকারকে জানিয়েছে যে, তারা ভারতের সার্বভৌম ভূখণ্ডের বাইরে অবস্থিত টার্মিনাল বা ব্যবহারকারীদের পর্যবেক্ষণ প্রদান করতে রাজি নয়। এই বিষয়ে কেন্দ্র কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.