উড়ান বিপর্যয়ে বদলে গেল মমতার ব্রিটেন যাত্রার সময়সূচি! কবে রওনা হবেন মুখ্যমন্ত্রী?
প্রীতি পোদ্দার, কলকাতা: শুরু থেকেই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) লন্ডন যাত্রা নিয়ে একের পর এক নানা সমালোচনা হয়েই চলেছে। কিন্তু সমস্ত সমালোচনাকে উড়িয়ে দিয়ে কয়েকদিন আগে প্রশাসন মুখ্যমন্ত্রীর লন্ডনের কর্মসূচি ঘোষণা করেছিলেন। কিন্তু এবার সেই যাত্রাপথে বড় বিপত্তি ঘটে গেল। নেপথ্যে হিথরো বিমানবন্দরের অগ্নিকাণ্ড। বিমানবন্দরে আগুন লাগার জেরে এইমুহূর্তে বিমান ওঠানামায় সমস্যা তৈরি হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে সাময়িকভাবে বেশ কিছু নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।
পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ অর্থাৎ শনিবার সকালের বিমানে কলকাতা থেকে দুবাই রওনা হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং সেখান থেকে লন্ডনের উদ্দেশে যাওয়ার কথা। কিন্তু গতকাল রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন যাত্রার সময়সূচি পরিবর্তন হয়েছে। যে সংস্থার বিমানে তাঁর যাওয়ার কথা, শেষ পর্যন্ত তারা নিশ্চিত করলে শনিবার রাতের বিমানে দুবাইয়ের উদ্দেশে রওনা দিতে পারেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেক্ষেত্রে সেই যাত্রাও পিছিয়ে যেতে পারে। কারণ হিথরোতে আজ বিমান চলাচল স্বাভাবিক হবে কি না এখনও সম্পূর্ণ জানা নেই। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিমানে যাবেন, তা হিথরো বিমানবন্দরে না-ও নামতে পারে। হিথরোর বদলে সেই বিমান গিয়ে নামতে পারে গ্যাটউইক বিমানবন্দরে।
এখনও পর্যন্ত বিমানবন্দর সংস্থা সূত্রে জানা গিয়েছে হিথরো থেকে মাত্র আটটি বিমান ‘জরুরি পরিস্থিতি’তে যাওয়ার ছাড়পত্র পেয়েছে। তাই শেষ পর্যন্ত ২২ তারিখের বদলে ২৪ তারিখ অর্থাৎ সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় রওনা হচ্ছেন। আসলে পশ্চিম লন্ডনের একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে যাওয়ায় বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটে। তারই জেরে শুক্রবার সারা দিনের জন্য বিমান ওঠানামা বন্ধ রয়েছে হিথরো বিমানবন্দরে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে। যার ফলে অন্তত ১,৩৫১টি বিমান বাতিল করা হয়েছে।
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডনযাত্রা পিছিয়ে যাওয়ায় তাঁর সেখানে থাকার সময়ও কমছে কিনা ত নিয়ে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। ২৫, ২৬ এবং ২৭ মার্চ – পরপর তিনদিন সেখানে একাধিক অনুষ্ঠান রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাণিজ্য বৈঠক, কলেজ, বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ভাষণ দেওয়া ছাড়াও ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের সঙ্গেও একটি বৈঠক করার কথা তাঁর। সেক্ষেত্রে পূর্বসূচি অনুযায়ী, ২৮ তারিখ লন্ডন থেকে ফের কলকাতার উদ্দেশে রওনা দেবেন তিনি। তবে নতুন সফরসূচিতে কি হবে, তা এখনও অজানা।
অঙ্কিতা মন্ডল, কলকাতা: সাইবার নীতি নিয়ে কঠোর হচ্ছে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ভারতে…
হোন্ডা অ্যাক্টিভা ভারতের অন্যতম জনপ্রিয় স্কুটার। ২০২৪ সালের ২৭ নভেম্বর, হোন্ডা ভারতে অ্যাক্টিভার বৈদ্যুতিক সংস্করণ…
শ্বেতা মিত্র, কলকাতা: শান্ত উত্তরপাড়া স্টেশনে (Uttarpara Station) হঠাৎ প্রবল হই হট্টগোল। রেলকর্মীরা একজনকে খুঁজছেন…
শ্বেতা মিত্র, কলকাতা: ইপিএফও সদস্যদের জন্য দারুণ সুখবর। এমনিতে সময়ে সময়ে সরকারি কর্মী থেকে শুরু…
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে ঘোর দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফিতে ধারাবাহিক পরাজয়…
This website uses cookies.