লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ঋষভ পন্থকে ছাড়বেনা দিল্লি ক্যাপিটালস, শীর্ষ পছন্দের তালিকায় থাকবেন ভারতীয় উইকেট রক্ষক

Updated on:

আইপিএলের মেগা আসর শুরু হতে এখনও বেশ কয়েক মাস বাকি। তবে তার আগেই ফ্রাঞ্চাইজি গুলি নিজেদের দল গঠনের কাজে উঠে পড়ে লেগেছে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে আসন্ন আইপিএলের আসর নিয়ে এখনও পর্যন্ত নতুন কোন আপডেট দেওয়া হয়নি। এমনকি দলগুলির কতজন পুরনো প্লেয়ারকে ধরে রাখতে পারবে সে সম্পর্কেও কোনো রকম তথ্য প্রকাশ করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে ধারাবাহিকতা বজায় রেখে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি কোন প্লেয়ারকে রিটেন করবে তার তালিকা তৈরি করতে ব্যস্ত রয়েছে।

READ MORE:  East Bengal: কাটল ২১ বছরের খরা! ব্যর্থতার মাঝেই আইলিগ জয় ইস্টবেঙ্গলের | East Bengal Wins Domestic League After 21 Years

আমরা আপনাদের বলি, ইতিমধ্যে আইপিএলের অন্যতম শীর্ষ দল তথা দিল্লি ক্যাপিটালস নিজেদের আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করেছে। কাদেরকে দলে রিটেন করতে চলেছে এই ফ্রাঞ্চাইজিটি, তার ছোট্ট আভাস পাওয়া গেছে ইতিমধ্যে। যতদূর জানা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালস তাদের অধিনায়ক ঋষভ পন্থকে রিটেন করতে চলেছে। আমরা আপনাদের বলি, বিগত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে ভারতীয় এই তারকা ক্রিকেটার কে নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। যেখানে বিভিন্ন সংবাদপত্রে দাবি করা হচ্ছিল, আসন্ন আইপিএলের আসরে ঋষভ পন্থ নিজের গুরু অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে যোগদান করবেন।

READ MORE:  KKR Vs RCB: KKR বনাম RCB ম্যাচে ড্রিম টিমে রাখুন এই 11 জনকে! কাকে অধিনায়ক-সহ অধিনায়ক করবেন? | KKR Vs RCB Match Dream Team Prediction

তবে এদিন ঋষভ পন্থ এবং দিল্লির ক্যাপিটালসের সহ-মালিক পার্থ জিন্দালের গুরুত্বপূর্ণ বৈঠকের পর বড় আপডেট বেরিয়ে এসেছে। জানা যাচ্ছে কোন শর্তে ঋষভ পন্থকে ছাড়বেনা দিল্লি ক্যাপিটালস। বরং আসন্ন আইপিএলে তার বেতন আরও কিছুটা বাড়াতে চলেছে দিল্লি। আপনারা জানলে অবাক হবেন, বর্তমানে দিল্লি ক্যাপিটালসে ঋষভ পন্থের বেতন ১৬ কোটি টাকা। ২০১৬ সাল থেকে দিল্লির সাথে যুক্ত থাকার ঋষভ পন্থ আসন্ন আইপিএলেও দিল্লির হয়ে নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। ঋষভ পন্থের পাশাপাশি দিল্লি অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবকে রিটেন করতে পরে বলেও বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়েছে।

READ MORE:  KKR Vs RCB Match Dream Team: KKR Vs RCB ম্যাচে কাদের দলে নেবেন? কে হবে অধিনায়ক! দেখুন Dream11 প্রেডিকশন | KKR Vs RCB Match Dream 11 Fantasy Team Prediction

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.