এঁকে বেঁকে গিয়েও লাভ হল না! বাইক নিয়ে সোজা ঢুকলেন পুরসভার খোঁড়া গর্তে

ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত শোচনীয় তা বলাই বাহুল্য। আর সেই কারণেই বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে চলেছে। কত সময় এই দুর্ঘটনার (Accicdent) জেরে মৃত্যু হয়েছে কত মানুষের। আর এবার ফের একবার ভয়াবহ এক দুর্ঘটনা ঘটল।

কিন্তু এত দুর্ঘটনার পরেও হুঁশ ফেরেনা প্রশাসনের। সরু গলিতে গর্ত খুঁড়ে রেখেছে প্রশাসন। আর তাতেই সাবধানে এঁকে বেঁকে আসতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে রীতিমতো লাফিয়ে পুরসভার খোঁড়া গর্তে ঢুকে গেলেন এক ব্যক্তি। তিনি এমনভাবে বেকায়দায় ঢুকে গিয়েছিলেন‌ যে তার পক্ষে নিজে থেকে ওঠা সহজসাধ্য ছিল না। ঘটনাটি ঘটেছে গুজরাটে (Gujrat)।

READ MORE:  India Vs Pakistan: 'কোহলিদের আলিঙ্গন করবে না', ভারতের বিরুদ্ধে ম্যাচের আগেই পাকিস্তানি ক্রিকেটারদের জন্য ফতোয়া | ICC Champions Trophy 2025

তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন পথ চলতি কিছু মানুষ‌। যদিও ওই ব্যক্তি গুরুতর আঘাত কিছু লাগেনি। কিন্তু যেভাবে তিনি পড়েছেন তাতে বেকায়দায় পড়ে তার মৃত্যু পর্যন্ত হতে পারত। ‘সিরাজ নুরানি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ এই ভিডিওটি দেখেছেন।

রাস্তার বেহাল দশা দেখিয়ে রীতিমতো ঠাট্টা মশকরা করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ওই ব্যক্তির পাতাল প্রবেশ হলো। একজন লিখেছেন এই রকম ব্যস্ত রাস্তায় গর্ত খুঁড়ে রাখার জন্য লজ্জা হ‌ওয়া উচিত প্রশাসনের।

READ MORE:  কুম্ভ মেলায় যেতে পারেননি স্বামী! ভিডিও কলে‌ই স্বামীকে পুণ্যস্নান করলেন স্ত্রী

উল্লেখ্য, চতুর্দিকে বিভিন্ন দুর্ঘটনা হওয়া সত্ত্বেও বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাস্তায় এই ধরণের খোঁড়া রাস্তা, খোলা ম্যানহোল দেখতে পাওয়া যায়। যার মধ্যে পড়ে মৃত্যু পর্যন্ত হয়েছে মানুষের। কিন্তু তা সত্ত্বেও উদাসীন পুরসভা।

 

Scroll to Top