এইসব কৃষকরা পিএম কিষানের ২০ তম কিস্তির টাকা পাবে না, এখনই এই কাজটি করুন
কেন্দ্র সরকারের চালু করা ভারতের কৃষকদের জন্য অন্যতম এক সহায়ক প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনা (PM-KISAN)। ২০১৯ সালে শুরু হয়েছিল এই প্রকল্প। আর এর মাধ্যমে লক্ষ লক্ষ কৃষক প্রতিবছর আর্থিক সহায়তা পান।
সূত্র বলছে, এই প্রকল্পের আওতায় একজন কৃষক বছরে ৬০০০ টাকা পান। যা তিনটি কিস্তিতে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। ইতিমধ্যেই দেশের কৃষকরা ১৯ তম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন। এখন সবাই অপেক্ষা করছেন ২০ তম কিস্তির জন্য, যা জুন মাসে আসতে পারে বলে খবর।
সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ২০ তম কিস্তির টাকা পেতে হলে কৃষকদের আগে থেকেই গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে হবে। প্রথমত, কৃষি মন্ত্রকের নির্দেশ অনুযায়ী সমস্ত যোগ্য কৃষকদের একটি ফার্মার আইডি কার্ড বানাতে হবে। আর এই ফার্মার আইডি কার্ড বানানোর শেষ তারিখ ৩০শে এপ্রিল, ২০২৫। এর মধ্যে যদি এই কার্ড না বানান, তাহলে ২০তম কিস্তির টাকা পাবেন না।
সূত্র বলছে, ফার্মার আইডি কার্ড সাধারণ আধার কার্ডের মতো দেখতে একটি কার্ড। যাতে কৃষকের পরিচয়পত্র সংক্রান্ত তথ্য থাকে। এই কার্ড থাকলে কৃষকদের সরকারি সুবিধাগুলি দেওয়া হয়। আর এটি সরকারি কৃষি পরিষেবার ডিজিটাল ডাটাবেস তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এই কার্ড বানানোর জন্য আপনি নিকটবর্তী কৃষি দপ্তর, রাজস্ব দপ্তর বা পাবলিক সার্ভিস সেন্টারে যেতে পারেন। তবে সঙ্গে আধার কার্ড, জমির কাগজ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস এবং মোবাইল নম্বর সঙ্গে রাখতে হবে। সেখানে গেলেই তারা আপনাকে এই কার্ড বানিয়ে দেবে।
সরকার মনে করছে, সমস্ত কৃষকের একটা নির্দিষ্ট আইডেন্টিটি থাকুক, যাতে ভবিষ্যতে কোনরকম জালিয়াতি বা প্রতারণার শিকার না হতে হয়। আর এই কারণেই ফার্মার আইডি কার্ড তৈরি করা হয়েছে। যারা নির্ধারিত সময়ের মধ্যে এই কার্ড তৈরি করবেন না, তারা সরকারের তরফ থেকে পরবর্তী কিস্তি থেকে বাদ পড়বেন।
তাই যারা এখনো ফার্মার আইডি কার্ড বানিয়ে উঠতে পারেননি, তারা দয়া করে আর দেরি করবেন না। ৩০শে এপ্রিলের মধ্যে এই কার্ড বানিয়ে নিন। নাহলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার (PM-KISAN) ২০ তম কিস্তির টাকা আর ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না।
রিয়েলমি আগামী ২৩ এপ্রিল চীনে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 লঞ্চ করতে চলেছে।…
Vodafone Idea (Vi) আজ তাদের গ্রাহকদের জন্য নতুন একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করল। ৩৪০ টাকার…
বাজারে শক্তিশালী এবং টেকসই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের চাহিদা বেড়েছে। আর তাই Samsung আজ লঞ্চ করেছে Galaxy…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ই এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যাবে?…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান ব্যস্ত জীবনে অটোমেটিক গাড়ির (Automatic Car) চাহিদা একেবারে আকাশছোঁয়া। ক্লাচের ঝামেলা…
সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং হিসেবে বুর্জ খলিফাকে (Burj Khalifa) আমরা সবাই চিনি।…
This website uses cookies.