এইসব লোকদের বিনামূল্যে রেশন বন্ধ হয়ে যাবে, ১৫ই ফেব্রুয়ারির মধ্যে এই কাজ করতেই হবে
খাদ্য দপ্তরের তরফ থেকে রেশন কার্ডধারীদের জন্য একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। আপনি যদি ফ্রিতে বা বিনামূল্যে রেশন নিয়ে থাকেন, তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই জানা দরকার। ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে এই কাজ আপনাকে সম্পন্ন করতেই হবে। নাহলে আপনি রেশনের সুবিধা থেকে বঞ্চিত হবেন। এমনকি আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে।
খাদ্য দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রেশন কার্ডের E-KYC করা বাধ্যতামূলক। ১৫ই ফেব্রুয়ারির মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করলে বিনামূল্যে রেশন পাওয়ার অধিকার হারাতে পারেন। খাদ্য এবং সরবরাহ দপ্তর থেকে এই বিষয়ে একটি সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
তাই যারা এখনো E-KYC করেননি, তাদের ১৫ই ফেব্রুয়ারির মধ্যে E-KYC সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন না করলে ১৬ই ফেব্রুয়ারি থেকে আর বিনামূল্য রেশন পাওয়া যাবে না। এমন কি রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে।
E-KYC হল একটি ডিজিটাল যাচাই প্রক্রিয়া, যার মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় নিবন্ধিত করা হয়। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে, সঠিক ব্যক্তি সরকারের সুবিধা গ্রহণ করছেন। E-KYC-তে আধার কার্ড ব্যবহার করে বায়োমেট্রিক বা ওটিপি যাচাইকরণ করা হয়।
E-KYC এর পুরো কথা হল know your customer। E-KYC করার ফলে রেশন কার্ডের তথ্য আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করা হয়, যা সরকারের কাছে আপনার পরিচয় নিশ্চিত করতে সাহায্য করে।
রেশন কার্ডের E-KYC করার জন্য এখন আর রেশন দোকান বা কোন সাইবার ক্যাফে যাওয়া লাগবে না। আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে E-KYC করতে পারবেন। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
আপনি যদি নির্ধারিত সময়সীমার মধ্যে E-KYC না করেন তাহলে আপনার রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্য রেশন দেওয়া বন্ধ হয়ে যাবে। এমনকি আপনার রেশন কার্ডটা বাতিল হয়ে যেতে পারে। সরকারের দেওয়া সুবিধাগুলি পেতে তাই দেরি না করে এখনই একইওয়াইসি সম্পন্ন করুন।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
দেশের সবচেয়ে জনপ্রিয় ছোট গাড়ি Tata Nano এবার আসছে একেবারে নতুন রূপে—একটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি…
প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের সকলের জীবনে অক্সিজেনের পরে, জল হল বেঁচে থাকার অন্যতম মাধ্যম। কারণ…
সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকপ্রেমীদের জন্য চমক। এবার বাজারে তাক লাগাতে আসছে বাজাজ অটোর Dominar 400।…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…
This website uses cookies.