সহেলি মিত্র, কলকাতাঃ আধার ও প্যান কার্ডধারীদের জন্য রইল জরুরি খবর। বর্তমান সময়ে এই আধার ও প্যান ছাড়া একটা কাজও হয় না। স্কুল, কলেজ, হাসপাতালে ভর্তি থেকে শুরু করে নানা কাজে এই দুটি জিনিসের ব্যবহার এখন বাধ্যতামূলক। এদিকে এই দুই জিনিসকে ঘিরে মাঝে মধ্যে বেশ কিছু জালিয়াতির খবরও সামনে উঠে আসে। এহেন পরিস্থিতিতে যাতে আগামী দিনে আর সাধারণ আমজনতাকে সমস্যার মধ্যে না পড়তে হয় তার জন্য সরকারের তরফে বিশেষ নির্দেশিকা জারি করা হল। সকলকে যত দ্রুত সম্ভন আধার ও প্যান কার্ড লিঙ্ক করানোর পরামর্শ দেওয়া হচ্ছে সরকারের তরফে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
আধার-প্যান লিঙ্ক করানোর পরামর্শ
আপনি যদি প্যান কার্ড তৈরির সময় আধার এনরোলমেন্ট আইডি ব্যবহার করে থাকেন , তাহলে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (CBDT) এই ধরনের প্যান কার্ড আধার কার্ডের সাথে সংযুক্ত করার জন্য একটি নতুন তারিখ ঘোষণা করেছে।সকলকে এখন ৩১ ডিসেম্বর, ২০২৫ সালের মধ্যে তাদের আসল আধার নম্বর আপডেট করতে হবে। এখানে অবশ্য জানিয়ে রাখি, এই নির্দেশিকা বিশেষভাবে তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা ১ অক্টোবর, ২০২৪ এর আগে আধার অ্যাপ্লিকেশন আইডি ব্যবহার করে তাদের প্যান কার্ড তৈরি করেছেন।
জারি নির্দেশিকা
প্যান এবং আধার সম্পূর্ণরূপে একীভূত করার লক্ষ্যে সরকার এই পদক্ষেপ নিয়েছে। ১৯৬১ সালের আয়কর আইনের ১৩৯AA(২A) ধারার অধীনে, যারা প্যান আবেদনের সময় আধার তালিকাভুক্তি আইডি প্রদান করেছিলেন, তাদের এখন প্রকৃত আধার নম্বর লিখতে হবে। এটি কর প্রশাসনকে নকল তথ্য এবং জালিয়াতির সম্ভাবনা কমাতে সাহায্য করবে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
কীভাবে প্যান-আধার লিঙ্ক করবেন?
আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানো হবে কীভাবে অনলাইনে আপনি প্যান-আধার সহজেই লিঙ্ক করতে পারবেন। আপনার কাছে যদি ফোন, ল্যাপটপ কিংবা কম্পিউটার থেকে থাকে তাহলে সহজেই এই কাজটি আপনি করে ফেলতে সক্ষম হবেন।
১) এর জন্য আপনাকে আগে আয়কর বিভাগের ওয়েবসাইট www.incometax.gov.in -এ যেতে হবে।
২) ‘Link Aadhaar’ বিকল্পে ক্লিক করুন।
৩) আপনার প্যান নম্বর, আধার নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় বিবরণ লিখুন।
৪) এরপর রেজিস্টার করা মোবাইল নম্বরে প্রাপ্ত OTP দিয়ে যাচাই করে প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।