এই পাঁচ রাশির জন্য এই বছরের ভ্যালেন্টাইন্স ডে হতে চলেছে বিশেষ! দেখুন তো আপনার রাশি রয়েছে কিনা

ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসার দিন। প্রত্যেক বছরের ১৪ই ফেব্রুয়ারি এই বিশেষ দিন পূর্ণতা দেয় কত শত ভালোবাসার। এমন কি বর্তমান সময়ে তো মনে হয় ভালেন্টাইন্স উইক। অর্থাৎ এক এক দিন এক এক রকম দিবস। টেডি ডে, চকলেট ডে, রোজ ডে, কিস ডে কত‌ই না ডে আছে!

৭ই ফেব্রুয়ারি থেকে ১৪ ই ফেব্রুয়ারি পর্যন্ত পরপর পালিত হয় এই দিনগুলি। এই সময় পূর্ণতা পায় ভালোবাসা।‌ নিজেদের মনের কথা একে অপরকে জানায় ছেলে মেয়েরা। বাঙালির সরস্বতী পুজোই ভ্যালেন্টাইন্স ডে হলেও ১৪ ই ফেব্রুয়ারিরও কিন্তু আলাদা গুরুত্ব রয়েছে। তবে কয়েকটি রাশির জন্য চলতি বছরে ভ্যালেন্টাইনস ডে কিন্তু বিশেষ হতে চলেছে।‌

READ MORE:  Lottery Horoscope Prediction: দোল উৎসবে বুধ বসবে বক্রি চালে, লটারি কেটে মালামাল হবেন এই ৩ রাশি | Dol Yatra Lottery Yog

ওই বিশেষ দিনে নিজেদের ভালোবাসার মানুষদের খুঁজে পাবেন ওই বিশেষ রাশিগুলির জাতক-জাতিকারা। অযোধ্যার জ্যোতিষী পন্ডিত কল্কি রাম জানিয়েছেন, বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি কিছু রাশির জাতকদের জন্য বিশেষ হবে। মেষ, মিথুন, সিংহ, তুলা এবং মীন রাশির জাতকরা বিশেষ শ্রেণী নিজেদের জীবনসঙ্গী সঙ্গিনী খুঁজে পেতে পারেন।

READ MORE:  Sada Palash: পুরুলিয়ায় গিয়ে সাদা পলাশ দেখতে চান? জেনে নিন ঠিকানা | Purulia Sada Polash Address

তিনি জানিয়েছেন এই সমস্ত রাশির জাতক-জাতিকারা যদি সিঙ্গেল থেকে থাকেন তাহলে তারা এই সময় নিজেদের সঙ্গীকে খুঁজে পাবেন। একইসঙ্গে পাবেন মনের সুখ। আর যদি আপনারা সম্পর্কে থেকে থাকেন তাহলে আপনাদের সেই সম্পর্কের গভীরতা আর‌ও বাড়বে বলে জানিয়েছেন তিনি।

 

Scroll to Top