লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

এই বাইকের প্রেমে হাবুডাবু খাচ্ছে তরুণ প্রজন্ম, দুর্দান্ত লুকস, অনবদ্য মাইলেজ, দামও সাধ্যের মধ্যে

Updated on:

প্রায় সাড়ে তিন বছর আগে তরুণ প্রজন্মকে টার্গেট করে দুর্দান্ত একটি বাইক হাজির করেছিল TVS। এই মোটরসাইকেল ঘিরে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় স্বল্প বয়সী বাইক-প্রেমীদের মধ্যে। এর কারণ বাজেটের মধ্যে স্পোর্টি লুকিং এবং অনবদ্য মাইলেজ থাকায় এটি অন্যান্য বাইকের তুলনায় বেশি আকর্ষিত করে। কথা হচ্ছে, TVS Raider 125 মডেলের। বাজারে এই মোটরসাইকেলের একাধিক ভ্যারিয়েন্ট রয়েছে।

READ MORE:  Know What is ABS: ABS-এর নাম সবাই শুনেছেন, কিন্তু এটি কীভাবে দুর্ঘটনার ঝুঁকি কমায় জানেন কি | How does work ABS in Bikes

রয়েছে ডিস্ক ব্রেক ও টিউবলেস টায়ার

TVS Raider 125 এ পাবেন ওডোমিটার, ট্রিপ মিটার এবং একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এছাড়াও, এতে ডিস্ক ব্রেক এবং টিউবলেস টায়ার রয়েছে। এই মোটরসাইকেলটি প্রতি লিটারে প্রায় ৬০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিয়ে থাকে, যা এই সেগমেন্টের কথা মাথায় রেখে বেশ ভাল বলা চলে। বাইকের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১৩.২ লিটার।

READ MORE:  TVS Apache RTX 300 Features: বাজার কাঁপাবে TVS, আসছে নতুন Apache RTX 300 বাইক, লঞ্চের আগেই প্রকাশ্যে ছবি | TVS Apache RTX 300 Design

ইঞ্জিন ও পারফরম্যান্স

টিভিএস রেইডারে রয়েছে ১২৪.৭৮ সিসি ইঞ্জিন, যা ৮৯০০ আরপিএম-এ ১৬.৭৮ বিএইচপি ক্ষমতা এবং ৭৩০০ আরপিএম-এ ১২.৯৬ এনএম টর্ক উৎপন্ন করে। সঙ্গে মোটরসাইকেলটিতে পেয়ে যাবেন ডুয়াল-চ্যানেল এবিএস (ABS) সিস্টেম এবং পাঁচ গতির ম্যানুয়াল ট্রান্সমিশন।

বাইকের দাম কত?

দামের দিক থেকে, TVS Raider 125 এর গড় এক্স-শোরুম দাম ৯০,০০০ টাকা। যারা ফাইন্যান্সিং নিতে ইচ্ছুক, তাদের ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত ডাউন পেমেন্ট করতে হতে পারে। এক্ষেত্রে শোরুমে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইন ইএমআই ক্যালকুলেটরের সাহায্য নিতে পারেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Suzuki Burgman Street 125 Launched: পয়লা বৈশাখের আগে নতুন রূপে বাজারে এল Suzuki Burgman Street 125 | Suzuki Burgman Street 125 OBD-2B Price in India

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.