এই রাশির শুরু হবে স্বর্ণযুগ, মালব্য রাজযোগ খুলে দেবে ভাগ্যের দুয়ার ! আজকের রাশিফল ৩১ জানুয়ারি

আজ শুক্রবার অর্থাৎ ৩১শে জানুয়ারি মাঘ মাসের দ্বিতীয় তারিখ। আর যেহেতু দিনটি শুক্রবার তাই এই দিনের অধিপতি হবেন শুক্র এবং এই দিনের দেবী হবেন লক্ষ্মী। আজ আবার গঠিত মালব্য রাজযোগের কারণে মেষ, মিথুন, বৃশ্চিক, ধনু ও মীন রাশির জাতকদের কপালে দারুণ কিছু লেখা রয়েছে। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী সারাদিন আপনার কেমন কাটবে।

মেষ- আজ আর্থিক অবস্থা দুর্বল থাকবে। এটিকে শক্তিশালী করার প্রতিটি প্রচেষ্টা বৃথা প্রমাণিত হবে। আপনার শরীর ভালো নাও থাকতে পারে। সামগ্রিকভাবে, আজকের দিনটি আপনার জন্য খুব একটা ভালো নয়। তাই যেকোনো কাজ করার আগে ভালো করে চিন্তা করুন।

READ MORE:  Ajker Rashifal 14 February: আজকের রাশিফল, ১৪ই ফেব্রুয়ারি: দেবী অন্নপূর্ণার আশীর্বাদে কপাল খুলে যাবে এই ৩ রাশির

বৃষ – আজ অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা থাকছে। তাই ঝুঁকি নেওয়ার চেষ্টা করা যেতে পারে। আজ ব্যবসায়ীরা ভালো লাভবান হবেন। তবে সময় অনুকূল থাকলে আজকের দিনটি মিশ্র যাবে।

মিথুন- আজ খরচের অনুকূল পরিবেশ তৈরি হবে। অতএব, আপনি কেনাকাটা করে সুখ পাবেন। সেই সঙ্গে বাইরের কোনো জায়গা থেকেও লাভ হতে পারে। আজকের সময় অনুকূল, বাড়ির পরিবেশ ভালো থাকবে মোটের ওপর।

কর্কট- আজ আপনাকে শুধুমাত্র আপনার সমস্যার দিকে মনোযোগ দিতে হবে। অন্যের সমস্যায় জড়ালে ক্ষতি হতে পারে। সতর্কতা অবলম্বন করা দরকার। তর্ক এড়িয়ে চলুন।

READ MORE:  Daily Horoscope: শনিদেবের কৃপায় কপাল খুলে যাবে এই ৩ রাশির, রইল ৮ই মার্চের রাশিফল | Ajker Rashifal 8 March

সিংহ- আজ আপনাকে কাজের ক্ষেত্রেও প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হবে। দিনের শেষে কিছু উন্নতি হবে এবং আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে একটু যত্ন নিন।

কন্যা- কাছের কোনো মানুষের সঙ্গে সম্পর্কে অবনতি। সম্পত্তি নিয়ে বিবাদ। জল ভ্রমণ এড়িয়ে চলা উচিৎ। কথা বলার সময় আরও একটু সংযম রাখা দরকার।

তুলা- ফেলে রাখা কাজে আজ অগ্রগতি লক্ষ্য করতে পারেন। অর্থ ভাগ্য ভালো। নতুন কাজের সন্ধান পেতে পারে। ভালো কাজের পুরস্কার মিলতে পারে।

বৃশ্চিক- ব্যবসায় নতুন বিনিয়োগ। পড়ুয়াদের জন্য দিনটা ভালো। পিঠের ব্যাথা সাময়িক ভোগাতে পারে। বাড়িতে আরও বেশি করে সময় দেওয়া দরকার।

READ MORE:  Daily Horoscope- সূর্যদেবের আশীর্বাদে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এই ৩ রাশির, রইল আজকের রাশিফল, ২৩শে ফেব্রুয়ারি | Ajker Rashifal 23 February

ধনু- অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে। অহেতুক তর্ক করতে গিয়ে বিবাদ বাঁধার আশঙ্কা। পরিস্থিতি অনুযায়ী বুঝে চলুন। টাকা পয়সা নিয়ে টানাটানি চলতে পারে।

মকর- গুরুজনদের কথা মেনে চলা দরকার। প্রয়োজনে সাহায্য নিন। প্রেম জীবনে ভাঙনের সম্ভাবনা। কঠিন পরিস্থিতি মোকাবিলা করে সুনাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

কুম্ভ- আয়ের নতুন পথ খুলে যেতে পারে। বাড়িতে কোনও ভালো খবর পেতে পারেন। প্রতিবেশির সঙ্গে বিবাদের সম্ভাবনা। আত্মীয়ের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে।

মীন- বাড়িতে বিয়ের ব্যাপারে কথা এগোতে পারে। গবেষণার কাজে বুৎপত্তি। শেয়ার মার্কেটে লগ্নি করে ক্ষতির আশঙ্কা। বেশি কিছু পরীক্ষা না করাই ভালো।

Scroll to Top